×

খেলা

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম ও সাইফউদ্দিন, বাদ পড়লেন শান্তসহ ৫ জন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১০:০২ পিএম

টি-টোয়েন্টি দলে ফিরলেন নাঈম ও সাইফউদ্দিন, বাদ পড়লেন শান্তসহ ৫ জন

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শুরু হবে আগামী ১০ জুলাই।

দীর্ঘদিন পর বাংলাদেশ দলে ফিরেছেন নাঈম শেখ ও মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া স্কোয়াডে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। সর্বশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, খালেদ আহমেদ, তানভীর ইসলাম ও সৌম্য সরকার।

২০২২ সালের ১০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন নাঈম শেখ। সংযুক্ত আরব আমিরাতের শারজায় ওই ম্যাচে ৮ বলে ৬ রান করে আউট হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।

আর সাইফউদ্দিন সর্বশেষ ২০ ওভারের ফরম্যাটে খেলেছেন ২০২৪ সালে ১২ মে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে। ওই ম্যাচে ৪ ওভার বোলিং করে ৫৫ রানে ১ উইকেট শিকার করেন তিনি। 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। এরপর ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় এবং ১৬ জুলাই কলম্বোয় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। সব ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদ বাস্তবায়নে কোনও ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে কোনও ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম

নীরবে লিভারের ভয়ংকর ক্ষতি করে যে ৬ খাবার

নীরবে লিভারের ভয়ংকর ক্ষতি করে যে ৬ খাবার

তাহসানের সঙ্গে বিচ্ছেদ পরবর্তী কষ্ট নিয়ে মুখ খুললেন মিথিলা

তাহসানের সঙ্গে বিচ্ছেদ পরবর্তী কষ্ট নিয়ে মুখ খুললেন মিথিলা

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ আলম

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ আলম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App