×

খেলা

জিএসএলে সাকিব, রংপুর নয়—দুবাই ক্যাপিটালসে খেলবেন টাইগার তারকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০১:৩৪ পিএম

জিএসএলে সাকিব, রংপুর নয়—দুবাই ক্যাপিটালসে খেলবেন টাইগার তারকা

সাকিব আল হাসান

আগামী ১০ জুলাই শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। তবে আসর শুরুর আগেই আলোচনায় সাকিব আল হাসান। শুরুতে শোনা গিয়েছিল, বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারেন তিনি। কিন্তু পরিস্থিতি ঘোলাটে হওয়ায় দলটি শেষ পর্যন্ত সাকিবকে স্কোয়াডে রাখেনি।

তবে এবারের টুর্নামেন্টে খালি থাকছে না তার জায়গা। দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে সাকিবকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের ফেসবুক পেজে, যেখানে সাকিবকে বলা হয়েছে ‘কিংবদন্তি অলরাউন্ডার’।

১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে জিএসএল শুরু করবে দুবাই ক্যাপিটালস। এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেন্স, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ১৬ জুলাই রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা—সেই ম্যাচেই সাবেক দল রংপুরের বিপক্ষে দেখা যেতে পারে সাকিবকে।

এবারের আসরেও প্লে-অফ নেই। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি খেলবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই।

দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে সাকিবের সঙ্গে আরও আছেন রোভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, সেদিকউল্লাহ আতাল ও নিরোশান ডিকভেলা।

এদিকে, সাকিবকে রংপুর দলে না নেওয়ার বিষয়ে টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেন, ‘এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। দেশের বর্তমান পরিস্থিতিতে সাকিবকে দলে নিলে কী প্রতিক্রিয়া হতে পারত, সেটাও পরিষ্কার নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু প্রতিরোধে কারাগারে মশক নিধন অভিযান

ডেঙ্গু প্রতিরোধে কারাগারে মশক নিধন অভিযান

২৮তম ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন ইউএপিতে অনুষ্ঠিত

২৮তম ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশন ইউএপিতে অনুষ্ঠিত

নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু করেছে এনসিপি, যে আসনে যার সম্ভাবনা

নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু করেছে এনসিপি, যে আসনে যার সম্ভাবনা

ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিই জিতবে: মান্না

ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিই জিতবে: মান্না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App