×

খেলা

সিপিএলে নামছেন সাকিব, ভিভ রিচার্ডসের সাক্ষাতের অপেক্ষায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৮:০৫ পিএম

সিপিএলে নামছেন সাকিব, ভিভ রিচার্ডসের সাক্ষাতের অপেক্ষায়

এবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

প্রায় ১ বছর ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। এ অবস্থায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার আর দীর্ঘায়িত হবে কিনা, তা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিদেশি লিগে নিয়মিত খেলছেন তিনি। এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। এবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব। দলটির প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজে ফিরতে পেরে তার ভালো লাগছে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, এখানে ফিরতে পেরে ভালো অনুভব করছি। আমি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সে যোগ দিলাম। তারা আমাকে দলে পেয়ে বেশ রোমাঞ্চিত। সিপিএলে খেলতে মুখিয়ে আছি আমি। ইতোমধ্যে বেশ কয়েকটা দলের হয়ে এই টুর্নামেন্টে খেলেছি। এটা আমার তৃতীয় (মূলত ষষ্ঠ আসর) বছর হবে।

প্রথমবার অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সে নাম লিখিয়েছেন সাকিব। নিজের দল ও টিম ম্যানেজমেন্ট নিয়ে তিনি বলেন, আমরা ভালো একটা দল পেয়েছি। মাঠের ভেতরে ও বাইরেও এটি ভালো দল। পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের মতো কিংবদন্তিরা ড্রেসিংরুম শেয়ার করবেন। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞতার একটা মিশেল আছে। আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে ভালো করবো।

স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন সাকিব। তিনি বলেন, অনেক গ্রেট ক্যারিবিয়ান ক্রিকেটার রয়েছে। স্যার ভিভিয়ান রিচার্ডস তাদের একজন। তার নামের মাঠে খেলাটা অবশ্যই স্পেশাল। আশা করছি, ওনার সঙ্গে দেখা হবে। তিনি আমাদের ড্রেসিংরুমে আসবেন এবং তার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন।

আগামী শুক্রবার (১৫ আগস্ট) থেকে পর্দা উঠবে সিপিএলের ত্রয়োদশ আসরের। উদ্বোধনী ম্যাচেই সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স লড়বে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের। বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে পরস্পরকে ঘায়েলের চেষ্টা

বিএনপি-জামায়াত বাগযুদ্ধ আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে পরস্পরকে ঘায়েলের চেষ্টা

নভেম্বর মাস থেকে টিসিবির পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য

বাণিজ্য উপদেষ্টা নভেম্বর মাস থেকে টিসিবির পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য

বিএজেএফ সভাপতি সাইদ শাহীন সম্পাদক আবু খালিদ

বিএজেএফ সভাপতি সাইদ শাহীন সম্পাদক আবু খালিদ

নতুন সরকার কি জ্বালাতে পারবে ভরসার আলো?

তারুণ্যের দিশেহারা ভবিষ্যৎ নতুন সরকার কি জ্বালাতে পারবে ভরসার আলো?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App