×

খেলা

বাংলাদেশের প্রথম মাসিক অপেশাদার বক্সিং ও ময় থাই টুর্নামেন্ট উদ্বোধন ১৬ আগস্ট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:০২ পিএম

বাংলাদেশের প্রথম মাসিক অপেশাদার বক্সিং ও ময় থাই টুর্নামেন্ট উদ্বোধন ১৬ আগস্ট

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম মাসিক অপেশাদার বক্সিং ও ময় থাই টুর্নামেন্ট টিকেও রাইজিং স্টার্স উদ্বোধন হতে যাচ্ছে। আগামী শনিবার (১৬ আগস্ট) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এই টুর্নামেন্ট। যা দেশের কমব্যাট স্পোর্টসের ইতিহাসে এক মাইলফলক হয়ে থাকবে।

এই উদ্যোগের নেতৃত্বে আছেন সাবেক পেশাদার বক্সার, টিকেও বক্সিং একাডেমির প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আদনান হারুন। এর লক্ষ্য হলো যুব প্রতিভা বিকাশ, মানসিক স্বাস্থ্য ও সুস্থতা উন্নয়ন এবং নিরাপদ ও সুশৃঙ্খল একটি পথ তৈরি করা, যাতে ক্রীড়াবিদরা অপেশাদার থেকে পেশাদার জীবনে উন্নতি করতে পারে।

এক্সসেল স্পোর্টস প্রোমোশন অ্যান্ড ম্যানেজমেন্ট-এর সহযোগিতায়, যা দেশের শীর্ষ পেশাদার বক্সিং প্রোমোশন, টিকেও রাইজিং স্টার্সে থাকবে একটি জাতীয় র‍্যাঙ্কিং সিস্টেম এবং ‘৬ সপ্তাহে অপেশাদার বক্সার হয়ে উঠুন’ শিরোনামের একটি প্রশিক্ষণ ক্যাম্প, যা প্রতিযোগিতার জন্য অংশগ্রহণকারীদের প্রস্তুত করবে।

আদনান হারুন বলেন, এটি শুধু একটি টুর্নামেন্ট নয়— আমাদের যুবসমাজের শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও সুযোগ তৈরির একটি মঞ্চ। আমরা নিরাপদ ও ইতিবাচক ক্রীড়া পরিবেশে আগামী প্রজন্মের চ্যাম্পিয়ন তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।

টিকেও রাইজিং স্টার্সের মূল বৈশিষ্ট্য:

• মাসিক অপেশাদার বক্সিং ও ময় থাই টুর্নামেন্ট।

• সরকারি জাতীয় র‍্যাঙ্কিং সিস্টেম।

• দেশের সব প্রান্তের যুবকদের জন্য উন্মুক্ত।

• নিরাপত্তা নিশ্চিত: প্রোটেকটিভ গিয়ার, প্রশিক্ষিত রেফারি, চিকিৎসা ব্যবস্থা।

• অপেশাদার থেকে পেশাদার হওয়ার সুস্পষ্ট পথ।

আগামী ১৬ আগস্ট তারিখের উদ্বোধনী অনুষ্ঠান অংশগ্রহণকারী, দর্শক, স্পন্সর ও মিডিয়ার জন্য উন্মুক্ত থাকবে। যেখানে লাইভ বাউট এবং বিশেষ অতিথিদের উপস্থিতি থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অপরাধ প্রসঙ্গে বিবিসির সাক্ষাৎকারে যা বললেন শেখ হাসিনা

অপরাধ প্রসঙ্গে বিবিসির সাক্ষাৎকারে যা বললেন শেখ হাসিনা

‘বিএনপি-জামায়াত এক চামচ করে পেয়েছে, জনগণের প্লেট খালি’

‘বিএনপি-জামায়াত এক চামচ করে পেয়েছে, জনগণের প্লেট খালি’

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে : আমীর খসরু

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে : আমীর খসরু

‘সরকারের কাছে ৮ দলের তিন দাবি’

‘সরকারের কাছে ৮ দলের তিন দাবি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App