আদালত প্রাঙ্গণে গ্রামীণফোনের প্রধান নির্বাহী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পিএম
আদালত প্রাঙ্গণে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান
প্রতারণার মামলার অভিযোগে জামিনের জন্য রোববার সকালে (২৬ অক্টোবর) আদালত প্রাঙ্গনে হাজির হন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। এসময় শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি জামিন মঞ্জুর করেন।
একইসঙ্গে একই অভিযোগ গ্রামীণফোনের আরো দুইজন কর্মকর্তার জামিনও মঞ্জুর করা হয়। জামিন পাওয়া অপর দুই জন গ্রামীণফোনের ট্রাস্ট্রি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক ও চিফ হিউম্যান রিসোর্স অফিসার সায়েদা তাহিয়া হোসেন।
এর আগে গেল ২৬ সেপ্টেম্বর গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা রাকিবুল আজম বাদী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের কারেন। এসময় বিচারক মামলাটি গ্রহণ করে তাদের ২৬ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন।
এদিকে, এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা। আমাদের সিনিয়র ম্যানেজমেন্টকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে। আমরা আইনের প্রতি আস্থাশীল। আমরা বিশ্বাস করি, মাননীয় আদালতে আমরা ন্যায়বিচার পাব।"
