×

সরকার

ব্যক্তিপর্যায়ে সিম নিবন্ধন কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৩:২৪ পিএম

ব্যক্তিপর্যায়ে সিম নিবন্ধন কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

যতটা সম্ভব ব্যক্তিপর্যায়ের সিম নিবন্ধন কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সিমের মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হয়, তাই ধীরে ধীরে সিমের সংখ্যা সীমিত করা হবে।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, আমরা সিম কার্ডের সংখ্যা কমিয়ে আনতে চাইছি। একবারে সব কমানো সম্ভব নয়, তাই ধাপে ধাপে এটি কমানো হবে। সিমের মাধ্যমেই অনেক ঘটনা ঘটে। ধরুন, একজন বোন সিম রেজিস্ট্রেশন করতে গেছেন, কিন্তু তাঁর ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে একাধিক সিম নিবন্ধন করা হয়েছে। এরপর সেই অবৈধ সিম দিয়ে কেউ অপরাধ করলে, আসল মালিকই সমস্যায় পড়েন। এ কারণেই আমরা সিম নিবন্ধন প্রক্রিয়া নতুনভাবে সাজাচ্ছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য ব্যক্তি পর্যায়ে নিবন্ধিত সিমের সংখ্যা পাঁচটিতে নামিয়ে আনা। নির্বাচনের আগে সিমের সীমা সাতটিতে নামানো হবে, পরে আরও কমিয়ে পাঁচটি করা হবে। পারলে দুইটিতে সীমিত করার দিকেও ভাবছি।

তিনি জানান, সিম নিবন্ধন নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। নির্বাচনের আগে ও পরেও এ বিষয়ে কার্যক্রম চলবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রসঙ্গে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় মিথ্যা তথ্য ছড়ানো হয়। আগে পার্শ্ববর্তী দেশ থেকে অনেক ভুয়া সংবাদ প্রচারিত হতো, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম এখন সত্য তথ্য তুলে ধরায় এ প্রবণতা অনেকটাই বন্ধ হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

মানসিক স্বাস্থ্যসেবায় পিছিয়ে বাংলাদেশ

মানসিক স্বাস্থ্যসেবায় পিছিয়ে বাংলাদেশ

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ

মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ

ব্যক্তিপর্যায়ে সিম নিবন্ধন কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ব্যক্তিপর্যায়ে সিম নিবন্ধন কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App