×

টেনিস

ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি সিওটেক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৯:১৩ এএম

ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি সিওটেক

পোল্যান্ডের তারকা টেনিস খেলোয়াড় ইগা সিওটেক। ছবি : সংগৃহীত

অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে একেবারে একতরফা ফাইনালে ইতিহাস গড়লেন পোল্যান্ডের তারকা টেনিস খেলোয়াড় ইগা সিওটেক। যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

এই জয়ে সিওটেক তার ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতলেন। তবে এতদিন উইম্বলডনের শিরোপাই ছিল অপূর্ণতা, এবার সেটিও পূরণ হলো। ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে তিনি ফাইনালে প্রতিপক্ষকে ‘ডাবল ব্যাগেল’ উপহার দিলেন।

ম্যাচটি স্থায়ী হয় মাত্র ৫৭ মিনিট, একটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের জন্য যা বিরল। ১১৪ বছর পর আবারও উইম্বলডনের ফাইনাল এমন একপেশেভাবে নিষ্পত্তি হলো। এর আগে ১৯১১ সালে ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স একইভাবে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছিলেন। আর ১৯৮৮ সালে স্টেফি গ্রাফ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নাতাশা জভেরেভাকে একই স্কোরে হারান।

আরো পড়ুন : ৫ বলে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের ক্যাম্ফার

এবারের শিরোপা জয়ে সিওটেকের গ্র্যান্ড স্ল্যামে এটি শততম জয়। মাত্র ১২০ ম্যাচেই এই মাইলফলক ছুঁয়ে তিনি সেরেনা উইলিয়ামসের পর দ্রুততম এবং সর্বকনিষ্ঠ খেলোয়াড়দের মধ্যে পঞ্চম। সেরেনা উইলিয়ামস ২০০৪ সালে ১১৬তম ম্যাচে শততম জয় পেয়েছিলেন।

টানা ১৮ গেম জিতে পোল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বলডন জেতার অনন্য কীর্তি গড়েছেন সিওটেক। ফাইনাল শেষে হাতে ‘ভেনাস রোজওয়াটার ডিশ’ তুলে নিয়ে আবেগঘন সিওটেক বলেন, একদমই অবাস্তব মনে হচ্ছে। এমন কিছু স্বপ্নেও ভাবিনি। গ্র্যান্ড স্ল্যাম জেতার অভিজ্ঞতা থাকলেও উইম্বলডন জেতা আমার কাছে অবিশ্বাস্য।

ফাইনালে হেরে কেঁদে ফেলেন আমান্ডা আনিসিমোভা। ব্যক্তিগত জীবনের নানা ঝড় সামলিয়ে তিনি এই ফাইনালে উঠে এসেছিলেন। বাবা ও কোচকে হারানোর পর মানসিক অবসাদের কারণে ২০২৩ সালে কোর্ট ছাড়তে হয়েছিল তাকে। র‌্যাঙ্কিংয়ে ৪০০-এর বাইরে চলে গিয়েছিলেন এই মার্কিন খেলোয়াড়। পরে ফিরেছেন নতুন উদ্যমে। চলতি আসরে ফেভারিট আরিয়ানা সাবালেঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল পার করেন তিনি।

হারের পরও আমান্ডা নিজেকে সামলে নিয়ে বলেন, আমি জানি আজ বেশি কিছু করতে পারিনি। তবে এখানেই থামব না। পরিশ্রম করব, আবারও ফিরব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘ হচ্ছে খেলাপির তালিকা

দীর্ঘ হচ্ছে খেলাপির তালিকা

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরা ও ডনের

সালমান শাহ হত্যা মামলা: খোঁজ মিলছে না সামিরা ও ডনের

মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ

মেট্রো লাইনের বেয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ

জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ

জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App