×

ফ্যাশন

আর্কা ফ্যাশন উইক

ফ্যাশন শোতে চমক, ভীড় ফ্যাশনিস্তাদের

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 ফ্যাশন শোতে চমক, ভীড় ফ্যাশনিস্তাদের

আর্কা ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে শুরু হওয়া ফ্যাশন শোয়ে আরবান স্টাইলে সমসাময়িক ও নিরীক্ষাধর্মী ডিজাইনের কালেকশন প্রদর্শন করে ৯টি ব্র্যান্ড। প্রথম স্লটে নিজেদের নকশা করা পোশাক নিয়ে হাজির হয় তিনটি ব্র্যান্ড। প্রথমে নিজেদের ডিজাইন প্রদর্শন করে বাংলাপাংক। বিদ্রোহী ঘরানার নকশার জন্য পরিচিত ফ্যাশন ডিজাইনার রুবার ব্র্যান্ড বাংলাপাংকের এবারের এই সংগ্রহে ছিল লাল, কালো ও সাদা রঙের প্রাধান্য। প্রথম স্লটের দ্বিতীয় অংশে ছিল মডেল তারকা আজিম উদ্দৌলার ব্র্যান্ড এ জেডএর প্রদর্শনী। বাংলাদেশি ঐতিহ্যের জামদানি, বেনারসি, সিল্কের সঙ্গে সমসাময়িকতার ছোঁয়া মিশিয়ে সাজানো হয়েছে নতুন কালেকশন। স্লটের পরের অংশে নিজেদের সংগ্রহ তুলে ধরে ট্যাপারড। তাদের এবারের কালেকশন জঙ্গলের থিমে সাজিয়েছেন ডিজাইনার রায়ান চৌধুরী।

ফ্যাশন শোয়ের দ্বিতীয় স্লটে নিজেদের সংগ্রহ প্রদর্শন করেছে রয়েল বেঙ্গল কতুর, দানিয়া ও ওয়ান পার্সেন্ট ক্লাব। সাইফুল্লাহ গালিবের রয়েল বেঙ্গল কতুরের এবারের কালেকশনটি ছেলেদের পোশাক নিয়ে। এরপরের অংশে ছিল ফ্যাশন ডিজাইনার মিধাত হুদার ব্র্যান্ড দানিয়া ও ওয়ান পার্সেন্ট ক্লাবের প্রদর্শনী।

আর্কা ফ্যাশন উইকের তৃতীয় স্লটে একক শো করে ঢেউ বাই সারা। ঢেউয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সারাফ সাইয়ারার এবারের সংগ্রহে ছিল পশ্চিমা ধাঁচের বিভিন্ন পোশাক। এই শোর পরবর্তী ধাপে দেখানো হয় পরিত্যক্ত কাপড় পুনর্ব্যবহার করে তৈরি ঢেউয়ের ফ্যাশনেবল পোশাক। এ সময় দেখা যায় বিভিন্ন কাটের ডেনিমের বডিকন, জ্যাকেট, স্কার্ট, ওভারসাইজড টি-শার্ট, টপ ও প্যান্ট।

সর্বশেষ স্লটের ফ্যাশন শোতে অংশ নেয় ‘আমি ঢাকা’ ও ‘কাঁঠাল’ নামের দুটি ব্র্যান্ড। আমি ঢাকার সংগ্রহে ছিল ফুল স্লিভ ও হাফ স্লিভ টি-শার্ট, জ্যাকেট, কোটি ও বডিকন।

এরপর আর্কা ফ্যাশন উইকের দ্বিতীয় দিনের রানওয়ের পর্দা নামে কাঁঠালের শো দিয়ে। ক্যাজুয়ালওয়্যার নিয়ে সাজানো হয়েছে কালেকশনটি, যেখানে দেখা যায় কার্গো প্যান্ট, টি-শার্ট, স্লিটেড স্কার্ট, মিনি স্কার্ট, টপস।

রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারের চারদিকে উৎসবের আমেজ। কারণ গত ১৬ জানুয়ারি এখানে বসেছে আর্কা ফ্যাশন উইকের রঙিন সব আয়োজন। আর্কা ফ্যাশন উইকের মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব ও ফুড জোনে ফ্যাশনিস্তাদের ভরপুর ভিড়। তবে আয়োজনের প্রধান চমক ফ্যাশন শো ছিল আয়োজনের দ্বিতীয় দিন। এদিন আরবান স্টাইলের সমসাময়িক ও নিরীক্ষাধর্মী ডিজাইনে ৯টি ব্র্যান্ডের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। ডিজাইনারদের মুন্সীয়ানাতে চারটি কিউয়ে রঙিন পোশাকে রানওয়ে মাতান র‌্যাম্প মডেলরা!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যৌন নিপীড়ন: আইন প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি

যৌন নিপীড়ন: আইন প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি

২৯ বছর পর আসামিদের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

সালমান শাহ হত্যা মামলা ২৯ বছর পর আসামিদের সন্ধানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

যাদুকাটার বালু নিয়ে ‘হরিলুট’

যাদুকাটার বালু নিয়ে ‘হরিলুট’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App