যুক্তরাষ্ট্রে শাটডাউন অবসানে সমঝোতা, সিনেটে বিল পাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম পুনরায় চালু করতে সমঝোতায় পৌঁছেছেন সিনেটররা। ছবি : সংগৃহীত
দীর্ঘ ৪০ দিনের অচলাবস্থার পর অবশেষে যুক্তরাষ্ট্রে সরকারি কার্যক্রম পুনরায় চালু করতে সমঝোতায় পৌঁছেছেন সিনেটররা। স্থানীয় সময় রোববার রাতে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের আলোচনার পর এই চুক্তি হয়, যা সিনেটে অনুমোদিতও হয়েছে।
এতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি শাটডাউন অবসানের পথ খুলে গেছে বলে জানিয়েছে বিবিসির অংশীদার প্রতিষ্ঠান সিবিএস।
তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে প্রতিনিধি পরিষদের অনুমোদন প্রয়োজন। ফলে সম্পূর্ণভাবে সরকারি কার্যক্রম পুনরায় চালু হতে কিছুটা সময় লাগতে পারে।
এর আগে শনিবার দিনভর দুই দলের সিনেটরদের বৈঠকেও কোনো অগ্রগতি হয়নি। তবে রবিবারের বৈঠকের পর পরিস্থিতি বদলে যায়। সিনেটের এই সমঝোতা দেশজুড়ে বন্ধ থাকা সরকারি সেবাগুলো পুনরায় সচল করার আশাবাদ তৈরি করেছে।
চুক্তির মূল বিষয়বস্তু
সিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় শাটডাউনের সময় যেসব ফেডারেল কর্মীকে সাময়িকভাবে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন অর্থায়নের মেয়াদ আগামী জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে।
এ চুক্তিতে ডেমোক্র্যাটদের দাবিকৃত স্বাস্থ্যবীমা ও ট্যাক্স ক্রেডিট সংক্রান্ত ভোটের ব্যবস্থাও রাখা হয়েছে, যা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে।
নেতৃত্ব ও রাজনৈতিক প্রেক্ষাপট
এই সমঝোতা প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছেন মেইনের সিনেটর অ্যাঙ্গাস কিং, নিউ হ্যাম্পশায়ারের সিনেটর জীন সাহিন ও মেগি হাসান। তারা সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন ও হোয়াইট হাউসের সঙ্গে আলোচনার মাধ্যমে এই চুক্তিতে পৌঁছান।
শাটডাউনের সূচনা হয় ১ অক্টোবর, ফেডারেল সরকারের তহবিল বরাদ্দ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মতপার্থক্যের কারণে। বাজেট বিল পাস না হওয়ায় সরকারি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী বেতনবিহীন ছুটিতে বা বিনা বেতনে কাজ করতে বাধ্য হন। বিমান চলাচল বিঘ্নিত হয়, খাদ্য সহায়তা বিলম্বিত হয়, এবং দেশের সার্বিক প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে শাটডাউনে আকাশপথে চরম বিশৃঙ্খলা, বাতিল ১,৪০০ ফ্লাইট
সিনেটে ভোট ও বিরোধিতা
শাটডাউন অবসানে বিলটি সিনেটে ৫৩–৪৭ ভোটে অনুমোদিত হয়েছে। অন্তত সাতজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের প্রস্তাবিত চুক্তির পক্ষে ভোট দিয়েছেন। তবে কিছু রিপাবলিকান সিনেটর এই চুক্তির বিরোধিতা করেছেন।
ডেমোক্র্যাট নেতা চাক শুমার জানিয়েছেন, তিনি চুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে রিপাবলিকানদের তৈরি করা স্বাস্থ্যসেবা সংকটে ভুগছে। ডেমোক্র্যাটরা বারবার এই সংকট নিরসনে চেষ্টা করেছে, কিন্তু রিপাবলিকানরা তা সমর্থন করেনি।
সিনেটে চুক্তিটি পাস হলেও এটি এখনো প্রথম ধাপ মাত্র। চূড়ান্তভাবে কার্যকর হওয়ার জন্য এটি প্রতিনিধি পরিষদে ফের ভোটে উঠতে হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে সরকারি কার্যক্রম পুনরায় শুরু হতে পারবে।
ট্রাম্পের প্রতিক্রিয়া
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি বিশ্বাস করেন শাটডাউন খুব শিগগিরই শেষ হবে। তিনি বলেন, এ নিয়ে আমরা খুব শিগগিরই বিস্তারিত জানাবো। তবে সর্বশেষ এই চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রজুড়ে বন্ধ সরকারি সেবা ও প্রশাসনিক কর্মকাণ্ড পুনরায় সচল হওয়ার আশা করছে দেশটির জনগণ।
