ভেনেজুয়েলায় যুদ্ধ নয়, অপরাধ দমনেই অভিযান: ট্রাম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কোনো যুদ্ধ পরিচালনা করছে না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটনের অভিযান মূলত মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে।
এনবিসি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা থেকে অপরাধী, মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছিল, যা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছিল।তিনি বলেন, ভেনেজুয়েলা তাদের কারাগার খালি করে এসব লোক আমাদের দেশে পাঠাচ্ছিল। এই চক্র ভাঙতেই আমরা পদক্ষেপ নিয়েছি।
সাক্ষাৎকারে ট্রাম্প আরো জানান, আগামী ৩০ দিনের মধ্যে ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশটির বর্তমান পরিস্থিতিকে ‘ভঙ্গুর’ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে দেশটিকে ঠিক করতে হবে। এখন ভোট দেওয়ার মতো পরিবেশ নেই।
তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে এবং মার্কিন প্রশাসন দেশটিকে পুনরায় ‘সুস্থ’ করে তুলতে কাজ করছে।
ভেনেজুয়েলা পরিস্থিতি তদারকির জন্য ট্রাম্প চারজন শীর্ষ কর্মকর্তার সমন্বয়ে একটি বিশেষ দল গঠনের কথাও জানান। এই দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্প বলেন, এই চারজনই নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং তারা একসঙ্গে ভেনেজুয়েলার পরিস্থিতি সামাল দেবেন।
উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) কারাকাসে এক ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর থেকেই দেশটির নিয়ন্ত্রণ কার্যত যুক্তরাষ্ট্রের হাতে চলে গেছে বলে আন্তর্জাতিকভাবে আলোচনা চলছে। ট্রাম্পের এই কঠোর নীতি নিয়ে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে তিনি ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর আগ্রহের কথা বলেছেন, অন্যদিকে দেশটিকে মানবিক ও অবকাঠামোগতভাবে পুনর্গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন।
