×

আবহাওয়া

সাগরে লঘুচাপের শঙ্কা, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৮:২৯ এএম

সাগরে লঘুচাপের শঙ্কা, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত

টানা কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টির মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৪ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিসহ ভারী বর্ষণ চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে সোমবারের (২৫ আগস্ট) মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরো একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আরো পড়ুন : ১২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এই সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কাও প্রকাশ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

একাত্তরের অমীমাংসিত ইস্যু আগে দুইবার সমাধান হয়েছে : ইসহাক দার

বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

বরখাস্ত এসআইকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত, চালক-হেলপার পলাতক

বাসচাপায় ভ্যানের দুই যাত্রী নিহত, চালক-হেলপার পলাতক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App