×

আবহাওয়া

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ এএম

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

যেকোনো সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টা বৃষ্টিহীন থাকার পর ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে আজ। যেকোনো সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমবে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, সকালে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও দিনের মধ্যে তা অস্থায়ীভাবে মেঘলা হতে পারে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। দিনের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

আরো পড়ুন : বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে তাপমাত্রা কমার আভাস

বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। মঙ্গলবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি।

এদিকে, গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক আইনমন্ত্রী আনিসুল রিমান্ডে

সাবেক আইনমন্ত্রী আনিসুল রিমান্ডে

রিমান্ড শেষে কারাগারে কলিমউল্লাহ

রিমান্ড শেষে কারাগারে কলিমউল্লাহ

খালাস পেলেন বিএনপি নেতা টুকু, মীর নাসির ও হেলাল

খালাস পেলেন বিএনপি নেতা টুকু, মীর নাসির ও হেলাল

পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের ঘণ্টাব্যাপী বৈঠক

পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের ঘণ্টাব্যাপী বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App