×

কৃষি

বিএডিসিতে বহাল তবিয়তে দুর্নীতিবাজরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০২:৫২ পিএম

বিএডিসিতে বহাল তবিয়তে দুর্নীতিবাজরা

ছবি: সংগৃহীত

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বিভিন্ন উইংয়ের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে আছেন। 

বিএডিসি বঙ্গবন্ধু পরিষদ, বিএডিসি কৃষিবিদ সমিতি ও বিএডিসি প্রকৌশলী সমিতির কতিপয় দুনীর্তিবাজ নেতারা ঢাকায় এখনও গুরুত্বপূর্ণ পদে কর্মরত। 

আসন্ন রবি মৌসুমে  বীজ ও সার সরবরাহ সেচ সুবিধা কার্যক্রমে বিঘ্নতার সৃষ্টির মাধ্যমে দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য কতিপয় নেতারা প্রায়ই একত্রিত হয়ে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। 

১১ আগস্ট দুর্নীতিগ্রস্থ কর্মকর্তারা কৃষি ভবনে বৈঠক করেন। ওই বৈঠকে প্রধান প্রকৌশলী (সওকা) শিবেন্দ্র নারায়ণ গোপ, মহাব্যবস্থাপক (পাট বীজ) দেবদাস সাহা, আলু বীজ বিভাগ (অতিরিক্ত মহাব্যবস্থাপক) আবুল খায়ের মোঃ নুরুল ইসলাম নেতৃত্বে কতিপয় দুনীর্তিবাজ সুবিধাভোগী কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

এসব কর্মকর্তারা সবাই বিগত হাসিনা সরকারের আমলে বিএডিসিতে ত্রাসের রাজত্ব কায়েম করে কৃষি ভবনকে আওয়ামীলীগের দলীয় অফিসে রূপান্তর করে। এই সব কতিপয় নেতারা পরিবর্তিত পরিস্থিতিতেও চেয়ারম্যানকে তাদের পক্ষে ষড়যন্ত্র করার জন্য চাপ প্রয়োগ করে। এর ফলে বিএডিসির সচেতন ও বৈষম্যের শিকার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং বৈষম্যের শিকার কর্মকর্তাদের জোরালো প্রতিবাদের মুখে তা ভেস্তে যায়। 

বিএডিসি’র মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ অফিসগুলোতেও উত্তেজনা ও অস্থিরতা চলছে। আওয়ামী সরকারের আমলে কোটি কোটি টাকা দুনীর্তি ও লুটপাটকারী কতিপয় নেতা নামধারী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে না দিলে আসন্ন রবি মৌসুমে বোরো ধান, গম, ভূট্টা, আলু, ডাল তৈলসহ অন্যান্য বীজ সরবরাহ; টিএসপি, এমওপি ও ডিএসপি সার সরবরাহ এবং সেচ সুবিধা সরবরাহে বিঘ্ন ঘটবে।

বিএডিসি’র একাধিক কর্মকর্তা জানান, আলু বীজ বিভাগ (অতিরিক্ত মহাব্যবস্থাপক) আবুল খায়ের মো. নুরুল ইসলাম একজন দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা। বাইরে সজ্জন সেজে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একজন অফিসার। 

সাবেক কৃষিমন্ত্রী  ড. আব্দুর রাজ্জাক ও সাবেক কৃষি সচিব ওয়াহিদা আক্তারের দোহাই দিয়ে শত কোটি টাকার মালিক বনে গেছেন। বিএডিসির বীজ বিভাগের প্রকল্প ও মাঠ পর্যায়ের দুনীর্তি ও চাঁদাবাজির টাকা উত্তোলনের দায়িত্বে ছিলেন। 

নুরুল ইসলাম ডাল ও তৈলবীজ প্রকল্পের পিডি থাকাকালে কোটি কোটি টাকা লুটে নিয়েছেন। যোগ্য কর্মকর্তাদের বাদ দিয়ে সে তার মতো দুর্নীতিবাজ কর্মকর্তাদের দিয়ে মাঠ সাজিয়েছে। যাতে করে লুটপাট করতে সহজ হয়। 

সংস্থায় নুরুল ইসলামের প্রথম সেল্টারদাতা ছিলেন  বিএডিসির তৎকালীন মহাব্যবস্থাপক প্রদীপ কুমার দে। এই প্রদীপ কুমার সিনিয়র কর্মকর্তাদের ডিঙিয়ে নিজে পদোন্নতি নেন। প্রদীপ কুমার বিএডিসি ধান, গম, ভূট্টা প্রকল্পের প্রকল্প পরিচালক, এজিএম বীজ প্রক্রিয়াজাতকরণ বিভাগ এবং মহাব্যবস্থাপক (বীজ) থাকাকালে শত কোটি টাকা লুটপাট করেছেন। প্রদীপ কুমার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সাজ্জাদুল হাসানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তার দোহাই দিয়ে প্রদীপ কুমার বিএডিসির বিভিন্ন সেক্টরে লুটপাট করেছেন। তদন্ত করলেই তার দুর্নীতির সকল প্রমাণ বেড়িয়ে আসবে।

প্রদীপ সংস্থার বীজ ইউংয়ের বিভিন্ন বিভাগে তারমতো দুনীর্তিবাজ অযোগ্য কর্মকর্তাদের বসান। তিনি চলে যাওয়ার পর সে দায়িত্ব নেন নুরুল ইসলাম। 

নুরুল ইসলাম ডাল তেল প্রকল্প শেষ হলে সাবেক প্রধান মন্ত্রীর মুখ্য সচিব সাজ্জাদুল হাসান ও কৃষি সচিব ওয়াহিদা আক্তারকে কয়েক কোটি টাকা ঘুষ দিয়ে বিএডিসির চেয়ারম্যানকে বাধ্য করে বীজ প্রক্রিয়াজাতকরণ বিভাগে পোস্টিং নেন এবং যথারীতি দুর্নীতি শুরু করেন। নুরুল ইসলামের রিয়েল এস্টেটের বিজনেস রয়েছে। কোটি কোটি টাকা দিয়ে উত্তরায় বাড়ি কিনেছেন। বর্তমানে তিনি বনানীর ৪ রোডের বাড়ি ১৮, ব্লক জি. ফ্ল্যাট৩/১ বিলাসী ফ্ল্যাটে বসবাস করেন। এই ফ্ল্যাটটি আড়াই কোটি টাকা দিয়ে কিনেছেন। এছাড়া আমেরিকায়ও বাড়ি কিনেছেন। বর্তমানে তার ছেলে মেয়ে আমেরিকা পড়া শোনা করছে। নুরুল ইসলাম যে কোনো সময় দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দিবেন বলে শোনা যাচ্ছে। বর্তমানে বগুড়া বড়ি হওয়ার সুবাদে সে এখন নব্য বিএনপি সাজার চেষ্টা করছে।

ড. রহমত আরা বিএডিসি'র আরেকজন দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা। তার স্বামী মাজহারুল ইসলাম মাসুদের সাথে ডিবির বিতর্কিত কর্মকর্তা হারুনের সখ্যতা থাকার কারণে সিনিয়র সহকারী পরিচালক থাকা অবস্থায় উপ পরিচালকের পদে চার্জে দায়িত্ব পালন করে। ডিবি হারুনের ভয় দেখিয়ে রহমত আরা বিভিন্ন কর্মকর্তাদের নাজেহাল করতো এবং অশালীন আচরণ করতো। সে ও তার স্বামী দুর্নীতির টাকায় মিরপুর প্রশিকার সামনে ছয় তলা বাড়ি করেছে। মিরপুর ১৩ নম্বর রাকিন সিটিতে তাদের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। বর্তমানে ফার্মগেট মনিপুরী পাড়া সেলটেক মোমেনায় নিজস্ব ফ্ল্যাটে বসবাস করেন।

বিএডিসির আরেক শীর্ষ দুনীর্তিবাজ কর্মকর্তা হচ্ছেন মিজানুর রহমান। আওয়ামী লীগের সরকারের আমলে যাকে সবাই বিএডিসির মাফিয়া পিডি হিসেবে চিনেন। সাবেক কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ড. রাজ্জাককে কোটি কোটি টাকা কামিয়ে দিয়েছেন এই মিজান। যে কারণে সাবেক কৃষিমন্ত্রী তার পকেটের লোক বলে বলে বেড়াতেন। কৃষি সচিব ও বিএডিসির চেয়ারম্যানরাও তাকে সমীহ করতো। মিজান বিএডিসির নতুন কোনো প্রকল্প পাশ হলেই মন্ত্রীর সাথে যোগসাজশ করে ওই প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের কন্টাক্ট নিয়ে নিতো। প্রকল্প পরিচালক নিয়োগে ৩-৫ কোটি টাকা কন্টাক্ট হতো। 

পিডি হওয়ার যোগ্যতা না থাকা সত্বেও কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ উন্নয়ন প্রকল্পের পিডি হিসেবে নিয়োগ পান মিজানুর রহমান। মিজান ৩৬৫ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ের এই প্রকল্প থেকে অবৈধভাবে  শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই কৃষিমন্ত্রীর পাশাপাশি সচিব ও চেয়ারম্যানদের বিভিন্ন ভাবে খুশি করেছেন। শুধু তাই নয় বিএডিসির আট সিনিয়র কর্মকর্তাকে ডিঙিয়ে মিজানুর রহমানকে নির্বাহী প্রকৌশলী থেকে পদোন্নতি দিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মিজানের ঢাকার বেইলি রোড ও লালমাটিয়ায় বিলাসবহুল ফ্লাট, পূর্বাচল, বসুন্ধরা ও উত্তরায় একাধিক প্লট রয়েছে। জামালপুরে বিপুল পরিমাণ জমি এবং কানাডায় বাড়ি রয়েছে। দেশের স্বার্থে তার সম্পদের তদন্ত হওয়া প্রয়োজন বলে বিএডিসি’র কর্মকর্তা-কর্মচারীরা মনে করেন। 

দেবদাস সাহা আরেকজন দুর্নীতিবাজ কর্মকর্তার নাম। তিনি ২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতা নেয়ার পর হতেই টাকার বিনিময়ে দুর্নীতি করা যায় এমন যায়গায় পোস্টিং নেন। তৎকালীন কৃষি মন্ত্রী ড. আ: রাজ্জাকের সহায়তায় টাকার পাহাড় বানান। সে এখনও বিএডিসিতে অশান্ত পরিবেশ সৃষ্টির করে বর্তমান সরকারকে বিপাকে ফেলানোর প্রচেষ্টায় লিপ্ত। বিএডিসি কর্মকর্তা ও কর্মচারীদের দাবী এসব দুনীর্তিবাজ কর্মকর্তাদের দ্রুত সম্পদের তদন্ত এবং সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার দাবী জানিয়েছেন। ঢাকা থেকে অন্যত্র বদলীর দাবী করেন।

বিগত ১৮ জুলাই ২০২২ তারিখে দৈনিক ইনকিলাবে এ বিষয়ে ‘বিএডিসিতে পদোন্নতি ও বদলি বাণিজ্য’ শিরোনামে প্রকাশিত সংবাদে আটজনকে ডিঙ্গিয়ে প্রকৌশল উইং এর নির্বাহী প্রকৌশলী জনাব মিজানুর রহমানকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং কৃষি পুলের যুগ্ম পরিচালক রিপন কুমার মন্তলকে নয়জনকে ডিঙ্গিয়ে অতিরিক্ত মহাব্যবস্থাপক পদে পদোন্নতিসহ বদলী বাণিজ্য ও বিএডিসি’র বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তুলে ধরা হয়। কিন্তু স্বৈরাচারী সরকারের সরাসরি হস্তক্ষেপের কারণে বিএডিসি’র চেয়ারম্যান এবিষয়ে কোন পদক্ষেপ নিতে পারেননি। 

স্বাধীন মুক্ত পরিবেশে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থায় দলবাজ অদক্ষ কর্মকর্তাদের স্থলে দেশপ্রেমিক দক্ষ কর্মকর্তাদের পদায়ন শুরু হয়েছে। বিএডিসি’র কর্মকর্তা-কর্মচারীদের ও দাবী বিএডিসিতেও এ প্রক্রিয়া শুরু হোক।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভয়নগরের জনপদে এখনও পোড়াচিহ্ন, আতঙ্ক কাটেনি আক্রান্তদের

অভয়নগরের জনপদে এখনও পোড়াচিহ্ন, আতঙ্ক কাটেনি আক্রান্তদের

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় রিমান্ডে

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় রিমান্ডে

বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি জব্দ

খেলাপি ঋণ আদায়ে এস আলম গ্রুপের সম্পত্তি জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App