×

বিএনপি

যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:১৪ পিএম

যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি আটক

সেনাবাহিনীর সদস্যরা চান মিয়াকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। ছবি : সংগৃহীত

ঢাকার লালবাগে সেনাবাহিনীর বিশেষ অভিযানে যুবদলের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চান মিয়াকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে লালবাগ থানাধীন শহীদ গলির ৩ নম্বর এলাকা থেকে তাকে আটক করে সেনা সদস্যরা।

জানা গেছে, আটককৃত চান মিয়ার বিরুদ্ধে রয়েছে সরকারি জমি দখল, চাঁদাবাজি এবং অবৈধ গ্যারেজ স্থাপন-সংক্রান্ত একাধিক অভিযোগ।তিনি লালবাগ বেড়িবাঁধ সংলগ্ন ঘোড়া পট্টি এলাকায় সরকারি জমি দখল করে রিকশার গ্যারেজ নির্মাণ করেছিলেন।

এছাড়াও দীর্ঘদিন ধরে ওই এলাকায় স্থানীয় নিরীহ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী সরকারের পতনের পর থেকেই এলাকায় রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি।

আরো পড়ুন : নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগিয়ে যাবে: ফখরুল

এসব কার্যকলাপের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে আজিমপুর সেনা ক্যাম্পের একটি দল অভিযান চালায়। অভিযানে শহীদনগর ৩ নম্বর গলি থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনীর সদস্যরা চান মিয়াকে আটক করে রাতে আমাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ একাধিক অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং মামলার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

তাসকিন-মুস্তাফিজের পেশাদারিত্ব নিয়ে যা বললেন ট্রেইনার

তাসকিন-মুস্তাফিজের পেশাদারিত্ব নিয়ে যা বললেন ট্রেইনার

সারাদেশে বৃষ্টি, তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস

সারাদেশে বৃষ্টি, তিন বিভাগে অতি ভারী বর্ষণের আভাস

ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন জোরালো!

ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন জোরালো!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App