নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীরা গণতন্ত্রবিরোধী: সালাহউদ্দিন আহমেদ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০৬ পিএম

সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যারা নানা ধরনের বক্তব্য দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে, তারা গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষের শক্তি নয়।
শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে যুবদল আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার দিকনির্দেশনার কথা উল্লেখ সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে আমরা সব বিষয়ে দিকনির্দেশনা পাচ্ছি বেগম খালেদা জিয়ার কাছ থেকে। তিনি সবসময় বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে তুলে গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম করতে হবে।
আরো পড়ুন : ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, এ নিয়ে সন্দেহ নেই: শফিকুল আলম
তিনি বলেন, তার নির্দেশনা অনুযায়ী আমরা সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। গণতান্ত্রিক শক্তিগুলো আলোচনারত রয়েছে এবং জাতির ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় আছি।
তিনি বলেন, আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমাণ, যার জন্য আমাদের সন্তানরা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, কেউ হয়েছে পঙ্গু, কেউ হারিয়েছে দৃষ্টিশক্তি। দীর্ঘ ১৬-১৭ বছর আমরা গণতান্ত্রিক সংগ্রাম চালিয়ে যাচ্ছি। যদি একটি শক্তিশালী ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র গড়তে চাই, তবে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে এবং একে শক্তিতে রূপান্তরিত করতে হবে।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, আজ যারা নির্বাচন নিয়ে শঙ্কা ছড়াচ্ছে বা বিভ্রান্তি সৃষ্টি করছে, তারা গণতন্ত্রের পক্ষে নয়। তারা কোনো না কোনো কারণে নির্বাচনকে বিলম্বিত বা বানচাল করতে চাইছে। কিন্তু দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগে সংকল্পবদ্ধ। এর বিরুদ্ধে যে কোনো বক্তব্য বা পদক্ষেপ জনগণ প্রতিরোধ করবে।