চাঁদাবাজদের জন্য কোনো ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০১:৪৩ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না। তিনি বলেন, যত বড় ক্ষমতাবান বা প্রভাবশালীই হোক না কেন, চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।
এ সময় আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে তারিখ ঘোষণা করেছেন, সেদিনই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন : ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, এ নিয়ে সন্দেহ নেই: শফিকুল আলম
রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ ফেব্রুয়ারিতে ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করলেও তিনি স্পষ্ট করে বলেন, রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টা যা বলেছেন, সেটিই চূড়ান্ত। স্যার যে মাসে নির্বাচন বলবেন, সেই মাসেই হবে। অন্য কারও বক্তব্য নিয়ে চিন্তার প্রয়োজন নেই।
সবজির বাজার প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক ভারি বৃষ্টিপাতের কারণে শাক-সবজির দাম কিছুটা বেড়েছে। তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। জাহাঙ্গীর আলম জানান, প্রচুর আলু মজুত আছে। কিন্তু পাইকারি বাজার থেকে খুচরা বাজারে আসতে আসতেই দামের তারতম্য হচ্ছে। কৃষকরা ন্যায্য দাম না পেলেও মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।