সবুজ কারখানার সনদ পেল টিম গ্রুপের সাউথ এন্ড সোয়েটারস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৫:১১ পিএম

সবুজ কারখানার সনদ পেল টিম গ্রুপের সাউথ এন্ড সোয়েটারস
টিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সাউথ এন্ড সোয়েটারস যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে এলইইডি (লিড) প্লাটিনাম সনদ অর্জন করেছে। এর মাধ্যমে এটি দেশের ২৫৮তম সবুজ পোশাক কারখানা হলো।
প্লাটিনাম সনদ পেতে অন্তত ১১০-এর মধ্যে ৮০ স্কোর অর্জন করতে হয়। সাউথ এন্ড সোয়েটারস পেয়েছে ৮৫ স্কোর। কারখানাটি ঢাকার অদূরে আশুটিয়া, ধউর, তুরাগ, এলাকায় অবস্থিত।
এই অর্জনের ফলে টিম গ্রুপের অধীনে তিনটি এলইইডি সনদপ্রাপ্ত কারখানা হলো—আউটারওয়্যার কারখানা ফোর এ ইয়ার্ন ডাইং লিমিটেড (প্লাটিনাম), ওভেন কারখানা ব্রাদার্স ফ্যাশন লিমিটেড (গোল্ড) এবং সর্বশেষ সাউথ এন্ড সোয়েটারস (প্লাটিনাম)। এর মধ্যে ফোর এ ইয়ার্ন ডাইং লিমিটেড বিশ্বের প্রথম আউটারওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান, যা জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্যাশন ইন্ডাস্ট্রি চার্টার ফর ক্লাইমেট অ্যাকশন-এ স্বাক্ষর করেছে।
টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ হিল নকিব বলেন, “আমরা সব সময় ব্যবসার পাশাপাশি টেকসই উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। এলইইডি সনদ অর্জন আমাদের পরিবেশবান্ধব অঙ্গীকারের প্রমাণ। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে অবশ্যই টেকসই প্র্যাকটিস, উদ্ভাবন এবং শ্রমিক ও কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে হবে।”
বাংলাদেশ এখন বিশ্বের সর্বাধিক এলইইডি সনদপ্রাপ্ত সবুজ পোশাক কারখানার দেশ হিসেবে শীর্ষে রয়েছে।
ইউএসজিবিসির তালিকায় বর্তমানে বাংলাদেশে ১০৯টি প্লাটিনাম, ১৩৩টি গোল্ড, ১২টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড কারখানা রয়েছে।