×

বিএনপি

লাইমলাইটে এলেও জনমনে জামায়াতের প্রভাব কম: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

লাইমলাইটে এলেও জনমনে জামায়াতের প্রভাব কম: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বাংলাদেশে দক্ষিণপন্থি রাজনীতির উত্থানের চেষ্টা হচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী লাইম লাইটে এলেও জনমনে এর উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা ও জাতীয় পার্টির নিষ্ক্রিয়তার কারণে জামায়াত আপাতত সুবিধাজনক অবস্থানে আছে বলে তিনি মনে করেন।

নিউইয়র্কে দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জুলাই বিপ্লবের পর রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে জামায়াতে ইসলামী। তবে সংস্কার, জুলাই সনদ ও নির্বাচন পদ্ধতি নিয়ে দুই দলের বর্তমান অবস্থান বিপরীতমুখী। দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রী হলেও সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের দূরত্ব বেড়েছে।

আরো পড়ুন : সফরে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে

সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, জামায়াত যেভাবেই হোক লাইম লাইটে এসেছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তারা একটি জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। তবে জনগণের মধ্যে জামায়াতের খুব বেশি প্রভাব বেড়েছে বলে আমি মনে করি না। মাঠের রাজনীতি করতে গিয়ে আমি তা বুঝতে পারি।

বিএনপি মহাসচিব বলেন, সারা পৃথিবীতেই দক্ষিণপন্থি রাজনীতির উত্থান হচ্ছে, বাংলাদেশেও এর চেষ্টা করা হচ্ছে। জামায়াতের সুবিধা হলো তারা খুব সংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ একটি রাজনৈতিক দল। যথেষ্ট ফান্ডও তাদের আছে। এগুলো তাদের প্লাস পয়েন্ট। তবে জনগণের কাছে গিয়ে নির্বাচনে পুরোপুরি জিতে যাওয়া সম্ভব হবে বলে আমি মনে করি না।

জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর নির্বাচন নিয়ে সংশয় কিছুটা কমেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি জানান, সারাদেশে বিএনপির সম্মেলন হচ্ছে এবং সাংগঠনিকভাবে দল গোছানো হচ্ছে। সময়মতো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও তিনি নিশ্চিত করেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে রিয়াদের দৌড়ঝাঁপ, আতঙ্কে ব্যবসায়ীরা

বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে রিয়াদের দৌড়ঝাঁপ, আতঙ্কে ব্যবসায়ীরা

ড্রামে খণ্ডিত মরদেহ, হত্যাকাণ্ডের নেপথ্যে যেকারণ

ড্রামে খণ্ডিত মরদেহ, হত্যাকাণ্ডের নেপথ্যে যেকারণ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

ভালুকায় ফখরুদ্দিন আহমেদের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প

বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App