×

বিএনপি

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চায় এনসিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চায় এনসিপি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সম্ভাব্য আসন সমঝোতা ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বিএনপির সঙ্গে কমপক্ষে ২০টি আসনে সমঝোতা করতে চায় এবং বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবিও তুলেছে।

দুই দলের সূত্রে জানা গেছে, এসব প্রস্তাব ও আলোচনা আপাতত অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। তবে এনসিপি কার সঙ্গে জোট গঠন করবে বা এককভাবে মাঠে নামবে- সেই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। দলটির কিছু প্রভাবশালী নেতা ব্যক্তিগত পর্যায়ে জামায়াতে ইসলামীর সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এনসিপির নেতারা শুধু আসন নয়, নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক নিরাপত্তারও নিশ্চয়তা চান। তাঁরা বিএনপি ক্ষমতায় গেলে তিনজন এনসিপি নেতাকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন। তবে বিএনপি এখনো এ বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি।

অন্যদিকে এনসিপি ঢাকায় চারটিসহ অন্তত ২০টি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা চায়। বিএনপি চাইছে, এনসিপি যেন জামায়াতের সঙ্গে কোনো ধরনের নির্বাচনী সমঝোতায় না যায়।

সূত্রগুলো জানিয়েছে, জামায়াত এনসিপিকে বেশি ছাড় দেওয়ার প্রস্তাব দিচ্ছে। তবে এনসিপির নেতাদের অনেকে দলটিকে ডানপন্থী ভাবমূর্তি থেকে দূরে রাখতে মধ্যপন্থী অবস্থান বজায় রাখতে চান।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি বলেছেন, আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি, তাঁদের সঙ্গেই আমরা ঐক্যবদ্ধ বা সমঝোতায় যেতে পারি।

ইতোমধ্যে এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে, যার প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সেক্রেটারি তাসনিম জারা। দলটি ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাই, প্রচারণা ও মাঠপর্যায়ের প্রস্তুতি শুরু করেছে।

আরো পড়ুন : সরকার দুটি দলের ওপর নির্ভর করে টিকে আছে: মির্জা আব্বাস

দলের শীর্ষ নেতাদের মধ্যে নাহিদ ইসলাম ঢাকা-১১, আখতার হোসেন রংপুর-৪, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮ বা চাঁদপুর-৫, তাসনিম জারা ঢাকা-৯, এবং আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

এ ছাড়া বিভিন্ন জেলায় দলের অর্ধশতাধিক নেতা নির্বাচনে অংশ নিতে আগ্রহী। দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি মনে করছে অন্তত চার-পাঁচটি আসনে তাদের ভোটভিত্তি শক্তিশালী। প্রয়োজনে এনসিপি এককভাবেও নির্বাচনে অংশ নেবে।

দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আমরা আপাতত এককভাবেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। তবে শেষ সময়ে যদি যৌথভাবে যাওয়ার সুযোগ আসে, সেটি বিবেচনায় নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে : সেনাসদর

নির্বাচন হলে দেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে : সেনাসদর

এনসিপি কিভাবে নির্বাচনে অংশ নেবে, জানালেন নাহিদ ইসলাম

এনসিপি কিভাবে নির্বাচনে অংশ নেবে, জানালেন নাহিদ ইসলাম

নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যারিস্টার শাহেদুল আজমের হুঁশিয়ারি

ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যারিস্টার শাহেদুল আজমের হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App