×

বিএনপি

মনোনয়ন নিয়ে অসন্তোষ, ফুঁসছে বিএনপির তৃণমূল

Icon

হরলাল রায় সাগর

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

মনোনয়ন নিয়ে অসন্তোষ, ফুঁসছে বিএনপির তৃণমূল

ছবি : সংগৃহীত

স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই দলীয় কোন্দল চলে আসছে জাতীয়তাবাদী দল-বিএনপিতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ঘোষণার পর দ্বন্দ্ব-সংঘাত আরো স্পষ্ট হয়ে উঠেছে তৃণমূলে। অস্থিতিশীল রাজনৈতিক ময়দান হয়ে উঠছে সংঘাতপূর্ণ। দলীয় নেতাকর্মী-সমর্থকরা জড়াচ্ছে সংঘর্ষে। মনোনয়নবঞ্চিতদের কর্মী-সমর্থকরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-অবরোধ শুরু করেছেন।

এ সময় সড়ক, রেলপথ অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বিক্ষোভ-প্রতিবাদের মুখে প্রার্থীর মনোনয়ন স্থগিত করার ঘটনাও ঘটেছে। সংক্ষুব্ধরা পছন্দের নেতার মনোনয়ন চাইছেন। অনেক হেভিওয়েট ও ত্যাগী নেতা মনোনয়ন পাননি, তাদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সমর্থকরাও শক্তির মহড়া দিচ্ছেন। এতে জনমনে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়ছে; তেমনি নির্বাচনী সহিংসতার আশঙ্কাও বাড়ছে। 

অন্তর্বর্তী সরকার আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। তবে সরকারের প্রণীত রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন প্রক্রিয়া, এটি পাশের জন্য গণভোট, জুলাই সনদের সুপারিশ, পিআর পদ্ধতিতে নির্বাচন ও গেজেট জারি করা সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) একটি অনুচ্ছেদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি-জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে চরম মতবিরোধ চলে আসছে। দীর্ঘদিনের মিত্র জামায়াতের সঙ্গে বিএনপির বৈরিতার কারণে রাজনীতিতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় নেতাকর্মীরাও বেপরোয়া হয়ে উঠেছে। গত এক বছরে বিভিন্ন এলাকায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় প্রশ্ন তুলছে প্রতিপক্ষ দলগুলো। ফলে এই রাজনৈতিক অনৈক্যের মধ্যে বিএনপির অন্তর্কোন্দল ভোটের রাজনীতির মাঠকে আরো সংকটে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অবশ্য নির্বাচন নিয়ে সংশয়ের কথা বলে আসছে রাজনৈতিক দলগুলো। তেমনি জনমনের সংশয়ও দূর হচ্ছে না।     

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সোমবার বিকালে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী তালিকা ঘোষণা পর থেকে পছন্দের প্রার্থী মনোনয়নবঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভের ঘটনা ঘটেছে দেশের বেশ কিছু স্থানে। গত দুই দিন ধরে তা অব্যাহত রয়েছে। এর আগে থেকেই এলাকায় আধিপত্য জানান দিতে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে আসছে। কোন্দল নিরসনে ও নির্বাচনী কৌশল হিসেবে বিএনপির নেতারা আগে থেকেই বলে আসছেন, এবারের নির্বাচনে ৩০০ আসনেই একাধিক প্রার্থী বাছাই করে রাখা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গত ২৭ অক্টোবর বলেছিলেন, আগামী নির্বাচনে প্রতি আসনে একাধিক প্রার্থী ঠিক করে রাখা হচ্ছে। আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে কথা বলেছি।

২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে বিএনপি এক আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিয়েছিল, একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন। আওয়ামী লীগ আমলে ওই নির্বাচনে প্রার্থিতা বাতিলের মতো ঘটনা ঘটলে আসন যেন বিএনপিশূন্য না হয়ে পড়ে, সে জন্য ওই কৌশল নেয়া হয় বলে তখন দলটির নেতারা জানিয়েছিলেন। তবে এবার নির্বাচনে প্রার্থী বাছাইয়ে আরো একটি বিষয় রয়েছে দলটির। আর তা হলো সমমনা বিভিন্ন দলের সঙ্গে নির্বাচনী জোট করার প্রক্রিয়া চলছে। এই জোট হলে দলগুলোর চাহিদা অনুযায়ী আসন ছেড়ে দিতে হবে। এ কারণেও ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। বিএনপির অনেক হেভিওয়েট ও ত্যাগী নেতা দলীয় মনোনয়ন পাননি। এসব বঞ্চিত নেতাদের মাঝেও ক্ষোভ বিরাজ করছে। 

মেহেরপুর-২ আসনে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের নাম ঘোষণার পর সোমবার রাতেই মনোনয়নবঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা বিক্ষোভ করেন।

প্রার্থী আমজাদ হোসেনকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করা হয়। এর ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকালে দফায় দফায় সড়ক অবরোধ, সংঘর্ষ এবং আমজাদ হোসেন ও মিল্টনের অফিস ও বেশ কয়েকটি মটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। গাংনী উপজেলা শহর রণক্ষেত্রে পরিণত হয়। এমনকি আমজাদ হোসেনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গাংনী শহরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

মাগুরা-২ আসনে মনোনয়ন পান বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। এর প্রতিবাদে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সমর্থকরা নোহাটা ইউনিয়নের আড়পাড়া বাজারে মাগুরা-যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে আহত হয়েছেন অন্তত চারজন। এমনকি চার-পাঁচটি বাড়িঘরে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। 

মাদারীপুর-১ আসন শিবচরে মনোনয়নবঞ্চিত হওয়ায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর অনুসারীরা সোমবার রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ হয়ে যায়। দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে বিক্ষোভ-অবরোধের পর গতকাল মঙ্গলবার বিকালে কামাল জামাল মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি।

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দীনের নাম ঘোষণার পর কালিগঞ্জ ও নলতায় বিক্ষোভ-সমাবেশ করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমের সমর্থকরা। সাতক্ষীরা-২ আসনে আব্দুর রউফকে মনোনয়ন দেয়ায় বিক্ষোভ করেছেন আব্দুল আলীম-সমর্থকরা।

কুষ্টিয়া-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেয়ার প্রতিবাদে সোমবার রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। এ সময় বন্ধ হয়ে যায় সড়কটির যান চলাচল।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় সোমবার সন্ধ্যার পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড সৃষ্টি ও টায়ারে আগুন দেয় এবং কিছু গাড়ি ও কয়েকটি দোকান ভাঙচুর করে সমর্থকরা। এতে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা কাজী সালাউদ্দিন।

নাটোর মহাসড়কের গৌধরায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন জেলা বিএনপির সদস্য ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী (নাটোর-১) ডা. ইয়াসির আরশাদ রাজনের কর্মী-সমর্থকরা। এক ব্যক্তির ওপর হামলাও করা হয়। এই আসনে মনোনয়ন পান বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল।  

কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন মনোনয়নবঞ্চিত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোডে অগ্নিসংযোগ করেছে তার সমর্থকরা। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই আসনে মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে।

বিএনপির সাবেক এমপি লায়ন হারুনুর রশিদকে চাঁদপুর-৫ আসনে দলীয় মনোনয়ন দেয়ার প্রতিবাদে সোমবার রাতে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

অবশ্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মনোনয়নবঞ্চিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি কিভাবে নির্বাচনে অংশ নেবে, জানালেন নাহিদ ইসলাম

এনসিপি কিভাবে নির্বাচনে অংশ নেবে, জানালেন নাহিদ ইসলাম

নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল

ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যারিস্টার শাহেদুল আজমের হুঁশিয়ারি

ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যারিস্টার শাহেদুল আজমের হুঁশিয়ারি

রাজউক হাঁটছে উল্টোপথে

সেবা কেন্দ্রীকরণ রাজউক হাঁটছে উল্টোপথে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App