মাগুরা-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
ছবি : ভোরের কাগজ
মাগুরা-২ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে মহম্মদপুর উপজেলার আউনাড়া বাজার এলাকায় তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারী নেতাকর্মীরা দাবি করেন, ঘোষিত প্যানেলে থাকা সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর প্রার্থিতা বাতিল করে সাবেক সংসদ সদস্য কাজী কামালকে মনোনয়ন দিতে হবে। এ দাবিতে বেলা ১১টায় তারা বিক্ষোভ মিছিল বের করেন এবং কাজী কামালের ছবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আরো পড়ুন : শেখ হাসিনার রায় নিয়ে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে : ফখরুল
স্থানীয় সূত্র জানায়, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সম্ভাব্য প্রার্থী নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় আউনাড়া বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল বাজারের প্রধান সড়কগুলোর প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ চলাকালে বিক্ষোভকারীরা ‘মনোনয়ন পরিবর্তন চাই’, ‘তৃণমূলের মতামতের মূল্য দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মাগুরা এবং মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খাইরুল ইসলাম বলেন, আমরা সতর্ক আছি, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
