×

বিনোদন

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত

পারিবারিক ব্যবসায় পার্টনার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, গালিগালাজ, ভয়ভীতি এবং জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত।

রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, মামলাটিতে আসামিদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তারা নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত–৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানার তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়কে কাজে লাগিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার হিসেবে রাখার প্রতিশ্রুতি দেন মেহজাবীন চৌধুরী। এই বিশ্বাসে বাদী নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘ সময়েও কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী টাকা চাইলে তাঁকে ‘আজ-কাল’ বলে সময়ক্ষেপণ করা হয়।

আরো পড়ুন : রিয়া মনির মামলায় হিরো আলম গ্রেপ্তার

অভিযোগে আরো বলা হয়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে আসামিরা তাকে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে যেতে বলেন। নির্ধারিত দিনে সেখানে গেলে মেহজাবীন ও তার ভাইসহ অজ্ঞাতনামা আরো ৪–৫ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন, “এরপর তুই আমাদের বাসায় টাকা চাইতে যাবি না। বাসার সামনে আবার দেখলে জানে মেরে ফেলব।” এতে বাদী ভয়ভীতি ও জীবননাশের হুমকির মুখে পড়েন।

ঘটনার পর বাদী ভাটারা থানায় গেলে থানাপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে আমিরুল ইসলাম ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি: সিইসি

মাগুরা-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

মাগুরা-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ

আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App