আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
ছবি : সংগৃহীত
ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের কুরুচিপূর্ণ মন্তব্যে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে বাফুফের পাঠানো চিঠির জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল-এর উদ্দেশে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।
চিঠিতে বিসিবি জানায়, বাফুফে বিসিবি সভাপতির চিঠি পেয়েছে। ফুটবল ফেডারেশনের প্রধান তাবিথকে পাঠানো আমিনুলের স্বাক্ষরিত চিঠিতে আসিফের সেই বক্তব্যের খানিকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আসিফ বিসিবি পরিচালক হলেও সেখানে কাউন্সিলর হিসেবে পরিচয় করানো হয়েছে।
এ নিয়ে চিঠির ভাষ্য, বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত যে মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বক্তব্য তিনি দিয়েছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে, বিসিবির পরিচালক হিসেবে নয়। আমার জানা মতে, তিনি তার জেলার ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম ও মাঠ সংক্রান্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছে।
আরো পড়ুন : শততম টেস্টে বিশেষ সম্মাননা পাচ্ছেন মুশফিক
ফুটবলারদের নিয়ে অবমাননাকর মন্তব্যের পর পুরো ফুটবলাঙ্গন তীব্র ক্ষোভ প্রকাশ করে আসিফের ক্ষমা প্রার্থনা ও বক্তব্য প্রত্যাহারের দাবি জানায়। এখনো পর্যন্ত আসিফ ক্ষমা চাননি। তবে বিসিবি সভাপতি চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন,যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
বিসিবি সভাপতি উক্ত ঘটনায় বাফুফের কাছে দুঃখ প্রকাশ করলেও আসিফ সেদিকে হাঁটেননি। তাই আজ সন্ধ্যায় সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবে এ নিয়ে সভা রয়েছে। সেখানে কঠোর ঘোষণা আসতে পারে আসিফের বিরুদ্ধে।
দেশের দুই শীর্ষ জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট। দুই শীর্ষ ক্রীড়া সংগঠন বাফুফে ও বিসিবি। দেশের ক্রীড়াঙ্গনে ফুটবলের অবদান স্বীকার করে ফুটবলের পাশে সব সময় থাকার অঙ্গীকার করেছেন বিসিবি সভাপতি। খেলাধুলা প্রতিদ্বন্দ্বিতা নয়, ঐক্যের প্রতীক তাই সকল ক্রীড়া সংস্থার সঙ্গে বিসিবি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার অভিপ্রায় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি।
