×

বিএনপি

গণভোটে ‘হ্যাঁ-না’ নিয়ে বিভ্রান্তি রয়েছে: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

গণভোটে ‘হ্যাঁ-না’ নিয়ে বিভ্রান্তি রয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

গণভোটের প্রক্রিয়া ও ‘হ্যাঁ-না’র ধারণা সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ এখনো গণভোটের প্রকৃত অর্থ ও পদ্ধতি বুঝে উঠতে পারেনি।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, পিআর দেশের মানুষ বোঝে না। পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও বুঝতে পারবে না।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল আরো বলেন, গত ১৫-১৬ বছরে ‘দানবীয়’ সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তিনি দাবি করেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের দল ধর্মীয় মূল্যবোধকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে।

আরো পড়ুন : সেনানিবাসে খালেদা জিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ

দেশে অনিয়ম, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এত মুসলমানের দেশ, এত মসজিদ-মাদ্রাসা, ইমাম-উলামা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায়, পাপ ও দুর্নীতি কেন? কেন এত মানুষ সম্পদ বিদেশে পাচার করে? একটি মসজিদ নির্মাণে মানুষের আগ্রহ থাকলেও একজন ভালো মানুষ তৈরিতে সেই আগ্রহ কোথায় হারিয়ে যায়-আমি বুঝতে পারি না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত সরকার গঠন করলে আমি বিষ খাব: ফজলুর রহমান

জামায়াত সরকার গঠন করলে আমি বিষ খাব: ফজলুর রহমান

গণভোটে ‘হ্যাঁ-না’ নিয়ে বিভ্রান্তি রয়েছে: মির্জা ফখরুল

গণভোটে ‘হ্যাঁ-না’ নিয়ে বিভ্রান্তি রয়েছে: মির্জা ফখরুল

সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের

সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের

ঝুঁকিতে ঢাকার ৬ লাখ ভবন

ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৬ লাখ ভবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App