×

ক্রিকেট

সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের

বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ক্যারিয়ারের বড় মাইলফলক ছুঁয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসের প্রথম দুই উইকেট তুলে নিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে তিনি হয়ে গেলেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বাধিক উইকেটশিকার বোলার।

ইনিংসের শুরুতেই ১৩ রান করা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালর্বিনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল। এর মধ্য দিয়েই সাকিবের ২৪৬ উইকেট ছাড়িয়ে যান তিনি। এরপর ৯ রান করা পল স্টার্লিংকেও ফেরান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাইজুলের টেস্ট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৮টিতে। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সাকিবকে স্পর্শ করা এই স্পিনার দ্বিতীয় ইনিংসে তাকে আনুষ্ঠানিকভাবে পেছনে ফেলেন।

আরো পড়ুন : ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পরিসংখ্যান বলছে, সাকিব ৭১ ম্যাচের ১২১ ইনিংসে নিয়েছিলেন ২৪৬ উইকেট। অন্যদিকে তাইজুল ৫৭তম টেস্টের ১০৩তম ইনিংসে ছুঁয়েছেন ২৪৮ উইকেটের মাইলফলক। ফলে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আড়াইশ’ টেস্ট উইকেট নেওয়ার সুযোগ এখন তার সামনে। একইসঙ্গে তিনশ’ উইকেটের ক্লাবেও যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে এখনও সাকিবের একটি রেকর্ড তাইজুলের নাগালের বাইরে। ইনিংসে সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার তালিকায় সাকিব ১৯ বার শীর্ষে, তাইজুল এখন পর্যন্ত ১৭ বার পাঁচ উইকেট নিয়েছেন। দু’জনই সমান দু’বার করে ম্যাচে ১০ উইকেট পেয়েছেন। তবে সেরা বোলিং বিশ্লেষণে এগিয়ে আছেন তাইজুল— তার ৮/৩৯, যেখানে সাকিবের সেরা ৭/৩৬।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত সরকার গঠন করলে আমি বিষ খাব: ফজলুর রহমান

জামায়াত সরকার গঠন করলে আমি বিষ খাব: ফজলুর রহমান

গণভোটে ‘হ্যাঁ-না’ নিয়ে বিভ্রান্তি রয়েছে: মির্জা ফখরুল

গণভোটে ‘হ্যাঁ-না’ নিয়ে বিভ্রান্তি রয়েছে: মির্জা ফখরুল

সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের

সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের

ঝুঁকিতে ঢাকার ৬ লাখ ভবন

ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৬ লাখ ভবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App