×

ইউরোপ

সংকটে জেলেনস্কি

আত্মমর্যাদা নাকি যুক্তরাষ্ট্রের সমর্থন, কী বেছে নেবেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:২৪ এএম

আত্মমর্যাদা নাকি যুক্তরাষ্ট্রের সমর্থন, কী বেছে নেবেন?

ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান নিয়ে হোয়াইট হাউসের একটি সম্ভাব্য পরিকল্পনা ইউক্রেনকে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই পরিকল্পনা নিয়ে মতবিরোধ সৃষ্টি হলে কিয়েভ যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেন অত্যন্ত কঠিন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে। তিনি বলেন, হয় আমাদের আত্মমর্যাদা বিসর্জন দিতে হবে, নয়তো গুরুত্বপূর্ণ এক মিত্রকে হারানোর ঝুঁকি নিতে হবে।

তিনি উল্লেখ করেন, আজকের দিনটি আমাদের ইতিহাসের অন্যতম কঠিন মুহূর্ত। খবর বিবিসির। 

ফাঁস হওয়া মার্কিন শান্তি পরিকল্পনায় রয়েছে এমন কিছু শর্ত, যা কিয়েভ আগেই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিল। এর মধ্যে আছে— পূর্ব ইউক্রেনের বর্তমানে তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো ছেড়ে দেওয়া, সেনাবাহিনীর আকার বড় পরিসরে কমিয়ে আনা এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার এক বৈঠকে জানান, মস্কো এই পরিকল্পনার কপি পেয়েছে। তবে এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো বিস্তারিত আলোচনা হয়নি। তিনি বলেন, রাশিয়া প্রয়োজন হলে নমনীয়তা দেখাতে পারে, তবে লড়াই চালিয়ে যাওয়ার জন্যও প্রস্তুত রয়েছে।

দিনের শেষভাগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, জেলেনস্কিকে এই পরিকল্পনাটি গ্রহণ করতেই হবে। তিনি সতর্ক করে বলেন, অন্যথায় ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে।

উন্নত মার্কিন অস্ত্রশস্ত্র—বিশেষ করে রাশিয়ার বিমান হামলা মোকাবিলায় সক্ষম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা সহায়তার ওপর ইউক্রেন অত্যন্ত নির্ভরশীল।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে, যা এখনো অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা

ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

ফের ভূমিকম্পের আঘাত, উৎপত্তিস্থল গাজীপুরে

ফের ভূমিকম্পের আঘাত, উৎপত্তিস্থল গাজীপুরে

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ভুটানের প্রধানমন্ত্রী

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ভুটানের প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App