খালেদা জিয়াকে বিদেশ নিতে বিলম্বের কারণ জানালেন ডা. জাহিদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে দেরি হচ্ছে তার শারীরিক অবস্থার কারণে, এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন জানান, ১২–১৪ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ সহ্য করার মতো শারীরিক সক্ষমতা এখনো খালেদা জিয়ার হয়নি। তার স্বাস্থ্যের উন্নতি হলে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হবে। এ সময় তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব নিয়ে সতর্ক করেন এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রয়েছে, তবে তার শারীরিক অবস্থা যাচাই করেই বিদেশে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
আরো পড়ুন : আরো পেছাল খালেদা জিয়ার লন্ডনযাত্রা
চিকিৎসা সমন্বয়ে বেগম জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সঙ্গে যোগাযোগ করছেন। একই সঙ্গে তারেক রহমানও পুরো চিকিৎসা প্রক্রিয়া তদারকি করছেন এবং চিকিৎসকদের পরামর্শকে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান ডা. জাহিদ।
এদিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতার কর্তৃপক্ষের ব্যবস্থা করা বিশেষায়িত এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড ‘সবুজ সংকেত’ দিলেই এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় এসে তাকে লন্ডনে নিয়ে যাবে।
তিনি বলেন, কাতারের তত্ত্বাবধানে জার্মানি থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুল্যান্সও প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তায় কাতারের রয়েল কর্তৃপক্ষের উদ্যোগেই আনা হচ্ছে।
