×

এশিয়া

এশিয়ার ৩ দেশে ভয়াবহ বন্যা

মৃত্যু প্রায় ১ হাজার ৮০০, লাখো মানুষ বাস্তুচ্যুত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম

মৃত্যু প্রায় ১ হাজার ৮০০, লাখো মানুষ বাস্তুচ্যুত

ছবি : সংগৃহীত

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০ জনে পৌঁছেছে। অতিবৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় প্রকৃত মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৬ ডিসেম্বর) আলজাজিরা জানায়, ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত ৮৬৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ৫২১ জন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৮ লাখ মানুষ। দেশটির আচেহ প্রদেশের সুমাত্রা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। খবর আলজাজিরার। 

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি হয়েছে ৬০৭ জনের। নিখোঁজ ২১৪ জনকেও মৃত বলে আশঙ্কা করছে দেশটির সরকার। প্রেসিডেন্ট কুমারা দেশনায়ক এই দুর্যোগকে দেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন।

আরো পড়ুন : ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১

থাইল্যান্ডে বন্যায় এখন পর্যন্ত ২৭৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়া ও ভিয়েতনামে দুজন করে নিহত হয়েছেন।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে দুর্ভোগ এখনো তীব্র। আবহাওয়াবিদরা জানিয়েছেন,শনিবার পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। আচেহের গভর্নর মুজাকির মানাফ জানান, কোমরসমান কাঁদায় ডুবে থাকা এলাকায় এখনো মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে। বহু দুর্গম অঞ্চলে খাবারের সংকট দেখা দিয়েছে, ত্রাণ না পৌঁছালে মানুষ অনাহারে মারা পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, মানুষ বন্যায় নয়, এখন না খেয়ে মারা যাচ্ছেন। আচেহর তামিয়াং অঞ্চলের একাধিক গ্রাম ভূমিধস ও বন্যায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

অন্যদিকে শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ৭১ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫ হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস। ক্ষতিগ্রস্ত এলাকায় আরও বৃষ্টিপাত ও নতুন করে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে শেখ হাসিনার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ভারতে শেখ হাসিনার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত

মৃত্যু প্রায় ১ হাজার ৮০০, লাখো মানুষ বাস্তুচ্যুত

এশিয়ার ৩ দেশে ভয়াবহ বন্যা মৃত্যু প্রায় ১ হাজার ৮০০, লাখো মানুষ বাস্তুচ্যুত

সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার চিকিৎসা সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

বাজারে মিলছে না সুবাতাস, শীতেও ঘাম ছুটছে ক্রেতার

ভোগ্যপণ্য বাজারে মিলছে না সুবাতাস, শীতেও ঘাম ছুটছে ক্রেতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App