সিলেটে ৫ মিনিটে ২ বার ভূমিকম্প অনুভূত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম
ছবি : সংগৃহীত
সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পনটি অনুভূত হয়। এরপর রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় দফায় আবারও কেঁপে ওঠে পুরো সিলেট।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫ এবং এর গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৩, যার গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
এদিকে রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরেও ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৩ এবং গভীরতা ১৫ কিলোমিটার।
আরো পড়ুন : ঢাকায় তাপমাত্রা নেমে ১৬ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি
এ ছাড়া রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানার খবর জানিয়েছে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।
এর আগে, গত ৪ ডিসেম্বর ভোর ৬টা ১৫ মিনিটে রাজধানী ঢাকাতেও ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১, গভীরতা ছিল ৩০ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে।
আরো আগে, সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ার বাসিন্দারা কয়েক সেকেন্ডের কম্পন টের পান। এর মাত্রা ছিল ৪ দশমিক ৯ এবং উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
এরও আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে তিন জেলায় মোট ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটে—নরসিংদীতে বাবা-ছেলেসহ পাঁচজন, ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে এক শিশু। আহত হন কয়েক শত মানুষ।
