×

ক্রিকেট

বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বুঝে নিলো বিসিবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বুঝে নিলো বিসিবি

ছবি : সংগৃহীত

বিপিএলের দ্বাদশ আসর শুরুর ঠিক আগের দিনই ঘটল এক বিরল ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছেড়ে দিয়েছে মালিকপক্ষ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাঠানো এক চিঠিতে ফ্র্যাঞ্চাইজিটির মালিক কাইয়ুম রশিদ জানিয়েছেন, তারা আর মালিকানা ধরে রাখতে আগ্রহী নন। চিঠিতে এর কারণ হিসেবে আর্থিক সংকটের কথা উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম দলের মালিকানা বুঝে নিয়েছে বিসিবি।

এর আগে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিসিবিকে একটি চিঠি পাঠিয়ে দলটির দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়। বিষয়টি সামনে আসার পর বিপিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা চট্টগ্রাম দলের সিনিয়র খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকেই চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বিসিবির হাতে নেওয়ার সিদ্ধান্ত হয়।

বৈঠকে উপস্থিত থাকা কোচিং স্টাফের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : এক ওভারে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতিহাস

এর ফলে এখন থেকে চট্টগ্রাম দলের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে বিসিবির হাতে। জানা গেছে, ইতোমধ্যে দলের স্কোয়াডে নতুন করে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করার প্রস্তুতিও শুরু করেছে বিসিবি। এই সিদ্ধান্ত খেলোয়াড়দের জন্যও স্বস্তির বলে মনে করা হচ্ছে। কারণ এর আগে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ ছিল ব্যাপক সমালোচনার মুখে।

আগামীকাল (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। সুষ্ঠু ও সুন্দরভাবে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের প্রত্যাশা থাকলেও, আসর শুরুর আগেই বড় ধরনের জটিলতায় পড়তে হলো বিসিবিকে। উল্লেখ্য, এর আগে খেলোয়াড় নিলামে চমক দেখিয়ে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম রয়্যালস।

বিপিএলের উদ্বোধনী দিনেই রয়েছে দুটি ম্যাচ। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম ম্যাচের আগেই দলটি এখনো সব প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে পায়নি। পাশাপাশি প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস কবে দলের সঙ্গে যোগ দেবেন, সেটিও অনিশ্চিত রয়ে গেছে।

এ ছাড়া কয়েক দিন আগে হঠাৎ করেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার। তারা হলেন—পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং এবং শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার নিরোশান ডিকভেলা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারিশ্রমিক না পাওয়ার আশঙ্কায় বিপিএল খেলতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। কারণ চট্টগ্রাম রয়্যালস ব্যাংক গ্যারান্টির পুরো অর্থ পরিশোধ করেনি বলে অভিযোগ রয়েছে। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিকের অন্তত ২৫ শতাংশ পরিশোধ করার কথা। অথচ এর আগে ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সব পাওনা পরিশোধ নিয়ে প্রশ্ন উঠলে, বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল—চট্টগ্রাম রয়্যালস অর্থ পরিশোধের শর্ত পূরণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ ফেসবুকে, যা জানাল পরিবার

নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ ফেসবুকে, যা জানাল পরিবার

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম

বিমানবন্দর সড়কে গাড়ি নেই, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন

তারেক রহমানের প্রত্যাবর্তন বিমানবন্দর সড়কে গাড়ি নেই, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App