তারেক রহমানের স্বদেশে ফেরা নিয়ে যা বলছে বিশ্ব গণমাধ্যম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিবেদনে রাজনৈতিক প্রেক্ষাপট, ভবিষ্যৎ নেতৃত্ব এবং আঞ্চলিক প্রভাব নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন।
আরো পড়ুন : বিমানবন্দর ত্যাগ করলেন তারেক রহমান
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের শিরোনামে উল্লেখ করেছে, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধী দলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন।
মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস লিখেছে, প্রধানমন্ত্রী পদের জন্য শীর্ষ নেতা হিসেবে বিবেচিত বাংলাদেশের নেতা নির্বাচনের আগে দেশে ফিরেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে আলোচনা ও বিশ্লেষণ চলছে। তাদের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, তারেক রহমানের প্রত্যাবর্তন ভারতের জন্য ইতিবাচক বার্তা বহন করতে পারে। ভারতীয় সাপ্তাহিক দ্য উইক শিরোনামে প্রশ্ন তোলে, তারেক রহমানের ফেরা কি ভারতের জন্য ভালো খবর? এরপর বিষয়টি নিয়ে তারা বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরে।
অন্যদিকে ইন্ডিয়া টুডে শিরোনামে লিখেছে, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দেশে ফিরেছেন—কেন এটি ভারতের জন্য ভালো খবর? তারাও এই প্রত্যাবর্তনের রাজনৈতিক ও কূটনৈতিক দিক ব্যাখ্যা করে প্রতিবেদন প্রকাশ করেছে।
এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় নির্মাণ করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। এই সংবর্ধনা ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটেছে, যা রাজধানীতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
