×

বলিউড

এক ছক্কায় আমিরের বিয়ের দিন ‘বরবাদ’ করেন পাকিস্তানি ক্রিকেটার!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৮:৫৯ এএম

এক ছক্কায় আমিরের বিয়ের দিন ‘বরবাদ’ করেন পাকিস্তানি ক্রিকেটার!

ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার আমির খানের জীবনের অন্যতম স্মরণীয় দিন—তার বিয়ের দিন, হয়ে উঠেছিল এক তিক্ত স্মৃতি। কারণ, সেদিন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এক ঐতিহাসিক জয়, আর জাভেদ মিয়াঁদাদের শেষ বলের ছক্কা যেন ম্লান করে দেয় সেই বিশেষ দিনটিকেও!

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই স্মৃতি রোমন্থন করেন আমির খান। তিনি জানান, নিজের প্রথম ছবি ‘কেয়ামত সে কেয়ামত তাক’ মুক্তির আগেই তিনি প্রেমিকা রীনা দত্তকে গোপনে বিয়ে করেন। পরিবারের অমতে পালিয়ে গিয়ে আইনি বিয়ে সারেন এই যুগল। তবে সেই রোমাঞ্চকর মুহূর্তের রেশ বেশি দূর গড়ায়নি।

আমির বলেন, বিয়ের পর যখন বাড়ি ফিরলাম, সবাই খেলা দেখতে ব্যস্ত। কেউ জিজ্ঞেসই করল না আমি কোথায় ছিলাম, কী করলাম! সবাই টিভির সামনে বসে ভারত-পাকিস্তান ম্যাচ দেখছে। আমি হতাশ হয়ে গেলাম।

ঘটনাটি ১৯৮৬ সালের বিখ্যাত শারজাহ ম্যাচের, যেখানে ভারতের বিপক্ষে শেষ বলে ছয় মেরে পাকিস্তানকে জেতান কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। ম্যাচটি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য যেমন ছিল কষ্টের, তেমনই আমির খানের জন্যও হয়ে ওঠে ব্যক্তিগত বিয়ের দিন বরবাদ হয়ে যাওয়ার দিন!

আরো পড়ুন : ‘ধুরন্ধরের’ ফার্স্ট লুকে ভক্তদের চমকে দিলেন রণবীর

সাক্ষাৎকারে আমির জানান, পরে এক ফ্লাইটে জাভেদ মিয়াঁদাদের সঙ্গে দেখা হলে হালকা মজা করে সেই দিনের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। আমির বলেন, আমি তাকে বলেছিলাম, ‘জাভেদ ভাই, আপনি আমার বিয়ের দিনটা বরবাদ করে দিয়েছেন সেই ছক্কার জন্য!’ উনি প্রথমে অবাক হয়েছিলেন, পরে হেসে ফেলেন।

এই অভিজ্ঞতা আজও আমির খানের স্মৃতিতে টাটকা। ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ দিন আন্তর্জাতিক ক্রিকেটের এক মহারণে ঢাকা পড়ে যাওয়ার এই গল্প ভক্তদের কাছে হয়ে উঠেছে ভিন্ন স্বাদের এক রোমাঞ্চকর স্মৃতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ

কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার

ইউরোপে দীর্ঘতর হচ্ছে গ্রীষ্ম!

ইউরোপে দীর্ঘতর হচ্ছে গ্রীষ্ম!

৮ কেন, ১২ ঘণ্টাও কাজ করা যায়— দীপিকাকে খোঁচা রাশমিকার

৮ কেন, ১২ ঘণ্টাও কাজ করা যায়— দীপিকাকে খোঁচা রাশমিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App