×

বলিউড

আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভিকি কৌশলের বাবা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৯:২৩ এএম

আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভিকি কৌশলের বাবা!

বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল এবং তার মা-বাবা। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল আজ কোটি ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছেন ‘উরি’, ‘সর্দার উধম সিংহ’, ‘মশান’ কিংবা ‘সাম বাহাদুর’-এর মতো ছবিতে অনবদ্য অভিনয়ের মাধ্যমে। কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে তার পরিবারের এক অজানা অন্ধকার অধ্যায়, ভিকির বাবার প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকির বাবা, খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল তুলে ধরেছেন তার জীবনের সেই কঠিন সময়ের কথা, যখন তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন।

২০০৩ সালে হৃতিক রোশন অভিনীত ‘লক্ষ্য’ ছবির শুটিং চলাকালে শ্যাম কৌশলের পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়। ছবিতে লড়াইয়ের দৃশ্য পরিচালনার মাঝেই অসহ্য যন্ত্রণা এড়িয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু একপর্যায়ে আর সহ্য করতে না পেরে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। শ্যামের কথায়, আর কোনো উপায় না থাকায় বলেছিলাম, তাহলে অস্ত্রোপচারই করুন।

আরো পড়ুন : কত সম্পত্তির মালিক ক্যাটরিনা

তিন ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পরে তার পেট থেকে কিছু অংশ পরীক্ষা করার জন্য পাঠানো হয়। রিপোর্টে ধরা পড়ে তিনি ক্যানসারে আক্রান্ত। খবরটি শোনার পর পুরো পরিবার ভেঙে পড়ে।

শ্যাম জানান, ডাক্তার সাফ বলেছিলেন, বাঁচার কোনো আশা নেই। সেই রাতে হাসপাতালের চারতলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ দিতে চেয়েছিলাম। ভেবেছিলাম, মরতেই যখন হবে, তখন আর কষ্ট কেন? কিন্তু তখন এত দুর্বল ছিলাম যে নড়তেও পারিনি।

তিনি বলেন, তখন একমাত্র ভরসা ছিল ঈশ্বর। শ্যাম বলেন, অসহ্য যন্ত্রণার মধ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করি। সেখান থেকেই সাহস পাই, ধীরে ধীরে সুস্থও হয়ে উঠি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

গোপালগঞ্জে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

নভেম্বর পর্যন্ত সারের ঘাটতি হবে না, সরকার সব দেনা শোধ করেছে

কৃষি উপদেষ্টা নভেম্বর পর্যন্ত সারের ঘাটতি হবে না, সরকার সব দেনা শোধ করেছে

নিশ্ছিদ্র নিরাপত্তায় খাগড়াছড়িতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ আজ

নিশ্ছিদ্র নিরাপত্তায় খাগড়াছড়িতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ আজ

ডাকাতির সময় দুই সাবেক সেনা কর্মকর্তাসহ আটক ৪

ডাকাতির সময় দুই সাবেক সেনা কর্মকর্তাসহ আটক ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App