×

ক্রিকেট

আজ আবার ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১২:২৪ পিএম

আজ আবার ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান

আজ পাকিস্তানের বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে নামবে ভারত। ছবি : সংগৃহীত

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা কাটতে না কাটতেই ফের মাঠে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রোববার (৫ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে নামবে ভারত।

ম্যাচটিকে অন্য যেকোনো খেলার মতোই দেখছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি। সবসময় এই ম্যাচের অংশ হতে চেয়েছি। তবে আমরা এটাকে অন্য ম্যাচের মতোই দেখি, ক্রিকেটেই আমাদের নজর।

ভারতের ব্যাটার স্মৃতি মান্ধানা মনে করেন, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় আলাদা আবহ তৈরি করে। তিনি বলেন, স্টেডিয়াম ভরা থাকে, সকাল থেকেই সবাই জেতার অনুরোধ করে। এই পরিবেশ নিজের সেরাটা বের করে আনতে সাহায্য করে, আমরা সেটাই উপভোগ করি।

ভারতের বোলিং কোচ আবিষ্কার সালভি জানিয়েছেন, দলের পক্ষ থেকে ক্রিকেটারদের আবেগ নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ক্রিকেটেই নজর দেওয়া সবার আগে। আমরা চাই মেয়েরা নিজেদের সেরাটা বের করে আনুক। বিশ্বকাপ দীর্ঘ টুর্নামেন্ট, আরো অনেক ম্যাচ বাকি।

আরো পড়ুন : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বিশ্বরেকর্ড

অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা পুরনো স্মৃতির আবেগেই ম্যাচটিকে দেখছেন। তিনি বলেন, বাকি সব দলের সঙ্গেই আমাদের সম্পর্ক ভালো। আমরা সবসময়ই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি। ক্রিকেটীয় সংস্কৃতি মেনেই মাঠে নামব।

প্রসঙ্গত, এশিয়া কাপের তিনটি ম্যাচেই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি ভারতীয় দলকে। তবে এবার মেয়েদের ম্যাচে হ্যান্ডশেক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

যে কারণে সঞ্জয় দত্তের সঙ্গে প্রেম ভাঙেন মাধুরী

যে কারণে সঞ্জয় দত্তের সঙ্গে প্রেম ভাঙেন মাধুরী

ট্রাম্পের শান্তি আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭০

ট্রাম্পের শান্তি আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭০

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই

জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App