×

আবহাওয়া

৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০১:৫৮ পিএম

৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে। ছবি : সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারাদেশেই বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দেওয়া হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এক পূর্বাভাসে এ তথ্য জানান।

পূর্বাভাসে বলা হয়, সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার শঙ্কা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহীর দু-এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আরো পড়ুন : ঢাকায় হালকা বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশের কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সারাদেশেই কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাইফুজ্জামানের আরামিট গ্রুপের স্থাবর সম্পত্তি ক্রোক

সাইফুজ্জামানের আরামিট গ্রুপের স্থাবর সম্পত্তি ক্রোক

গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক বাড়িঘর

গঙ্গাচড়ায় হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬ শতাধিক বাড়িঘর

ফ্যাসিস্ট চক্র ও প্রতিবেশি দেশের ইন্ধনে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফ্যাসিস্ট চক্র ও প্রতিবেশি দেশের ইন্ধনে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খানাখন্দে বেহাল দশায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথ, ভোগান্তিতে জনসাধারণ

খানাখন্দে বেহাল দশায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথ, ভোগান্তিতে জনসাধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App