×

বলিউড

পুত্র আরিয়ানই ভবিষ্যতের ভরসা, স্বীকারোক্তি শাহরুখের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৩:৪৩ পিএম

পুত্র আরিয়ানই ভবিষ্যতের ভরসা, স্বীকারোক্তি শাহরুখের

বলিউড বাদশা শাহরুখ খান ও তাঁর পুত্র আরিয়ান খান। ছবি : সংগৃহীত

ভবিষ্যতে আরিয়ান খানই একমাত্র ভরসা! হাতে যখন আর কোনও কাজ থাকবে না, তখন এই পুত্রই তাঁকে বাঁচাবে, এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

শাহরুখ-পুত্র আরিয়ানকে নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা ছিল বহুদিন। তবে ক্যামেরার সামনে নয়, পিছনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি আরিয়ানের প্রথম কাজের ঝলক প্রকাশ্যে এসেছে, যেখানে তাঁকে পরিচালক হিসেবেও দেখা গিয়েছে। সেই দৃশ্য দেখেই বাবার সঙ্গে তাঁর তুলনা শুরু হয়েছে চারদিকে। অনেকের দাবি, আরিয়ান যেন অবিকল শাহরুখ! আর শাহরুখ নিজেও মনে করেন, যখন আর কোনও ছবিতে কাজের সুযোগ আসবে না, তখন ছেলেই হবে তাঁর শেষ রক্ষা।

আরো পড়ুন : মাতৃত্বের বিরতির পর শুটিংয়ে ফিরছেন দীপিকা

পুত্রকে বড় পরিচালক হিসেবে দেখতে চান শাহরুখ। একসময় তিনি নিজেই বলেছিলেন, আমার পুত্র অভিনয় করতে চায় না। ও ছবি তৈরি করতে চায়। ও লেখালিখিও করে। বলা ভালো, ও বেশ ভালোই লেখে। তাই আগামী দিনে চিত্রপরিচালক বা লেখক হওয়াই ওর লক্ষ্য।

আরিয়ানের প্রতি বাবার ভরসা সীমাহীন। প্রায় ৬০ ছুঁইছুঁই বাদশাহর বিশ্বাস, এক সময় তাঁর কাছে আর অভিনয়ের সুযোগ আসবে না। তখন আরিয়ানের পরিচালিত ছবিতেই তিনি অভিনয় করবেন। শাহরুখ জানান, ও (আরিয়ান) হলো আমার ভবিষ্যতের ব্যবস্থা। যখন বড় পরিচালকেরা আমার সঙ্গে কাজ করতে চাইবেন না, তখন আমি নিজেই আমার পরিচালককে নিয়ে চলে আসব।

গত সপ্তাহেই মুক্তি পেয়েছে আরিয়ানের পরিচালিত প্রথম ওয়েব সিরিজের ঝলক। অন্যদিকে, শাহরুখ-কন্যা সুহানা খান মন দিয়েছেন অভিনয়ে। ওটিটি ছবি আর্চিজ- এ তাঁর প্রথম অভিনয় দেখা গিয়েছে। যদিও সে অভিনয়ের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন সুহানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

অবৈধ সম্পদ: যুবলীগ নেতা বাবর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ: যুবলীগ নেতা বাবর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

শান্তিচুক্তির বিনিময়ে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা পেতে পারে ইউক্রেন?

শান্তিচুক্তির বিনিময়ে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা পেতে পারে ইউক্রেন?

প্রধান সমন্বয়কারী অযোগ্য, শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

প্রধান সমন্বয়কারী অযোগ্য, শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App