×

যুক্তরাষ্ট্র

ভারত-পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত: হোয়াইট হাউস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০২:৩৯ পিএম

ভারত-পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত: হোয়াইট হাউস

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি বছরের মে মাসে ঘটে যাওয়া নজিরবিহীন সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত, এমন দাবি করেছে হোয়াইট হাউস। সংস্থাটির মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপেই সংঘাতের অবসান ঘটে।

পাশাপাশি তারা জানিয়েছে, মাত্র সাত মাসে বিশ্বব্যাপী সাতটি বড় সংঘাত থামিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, সংঘাতের সময় চার দিন ধরে ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ড্রোন, ক্ষেপণাস্ত্র, আর্টিলারি ও বিমান হামলা চালায়। এ ধরনের পরিস্থিতি সহজেই পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত।

বুধবার (২০ আগস্ট) এ খবর প্রকাশ করে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার করা শান্তিচুক্তিগুলো নিয়ে গর্বিত। ভারত-পাকিস্তানের ক্ষেত্রে তিনি বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সংঘাতের অবসান ঘটান। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে এবং বিশ্বজুড়ে শান্তি ফিরিয়ে আনতে সম্মানিত বোধ করছেন।

তিনি দাবি করেন, মাত্র সাত মাসে ট্রাম্প সাতটি সংঘাত থামিয়েছেন। লেভিট বলেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প না থাকতেন, ভারত-পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারত। তিনি মার্কিন প্রেসিডেন্ট পদটির শক্তি ও প্রভাবকে যথাযথভাবে কাজে লাগাতে জানেন।

আরো পড়ুন : ৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

কাশ্মিরের ভারতশাসিত অংশে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এ সংঘাত শুরু হয়। নিহতদের বেশিরভাগই ছিলেন হিন্দু পর্যটক। সংঘাতে দুই দেশের অন্তত ৭০ জন প্রাণ হারান। পরে ট্রাম্প মধ্যস্থতা করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন।

ভারত ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এবং স্বাধীন তদন্তের দাবি জানায়। এরপর চলতি বছরের জুনে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে। ইসলামাবাদ জানায়, ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে ট্রাম্পের ভূমিকা এবং কাশ্মির ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়াই মনোনয়নের কারণ।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে সাম্প্রতিক এক বিতর্কে দাবি করেন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান থামাতে কোনো বিশ্বনেতাই তাদের বলেননি। তিনি বলেন, কোনও বিশ্বনেতা আমাদের অপারেশন থামাতে বলেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা

অবৈধ সম্পদ: যুবলীগ নেতা বাবর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

অবৈধ সম্পদ: যুবলীগ নেতা বাবর ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

শান্তিচুক্তির বিনিময়ে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা পেতে পারে ইউক্রেন?

শান্তিচুক্তির বিনিময়ে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা পেতে পারে ইউক্রেন?

প্রধান সমন্বয়কারী অযোগ্য, শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

প্রধান সমন্বয়কারী অযোগ্য, শেরপুরে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App