অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৪:১৯ পিএম

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির প্রধান। ছবি: সংগৃহীত
পদোন্নতি বঞ্চিত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি বা অতীতের তারিখে কার্যকর হবে- এমন পদোন্নতির সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত কমিটি।
২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে ‘বঞ্চনার শিকার ও অবসরে যাওয়া’ কর্মকর্তাদের আবেদন যাচাইয়ের জন্য গত বছরের সেপ্টেম্বরে এই কমিটি গঠিত হয়।
কমিটি তাদের প্রতিবেদনে সুপারিশ করেছে, গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন কর্মকর্তাসহ মোট ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা যেতে পারে।
এছাড়া আবেদন করা কর্মকর্তাদের মধ্যে ১৩২ জনকে পদোন্নতির সুপারিশ করেনি বলে উঠে এসেছে কমিটির প্রতিবেদনে।