অভিনেত্রীর সঙ্গে অজয়ের চুম্বন দৃশ্য, জানতে পেরে যা করেন কাজল

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:৫২ এএম

বলিউডের জনপ্রিয় দম্পতি অজয় দেবগন ও কাজল। ছবি : সংগৃহীত
বলিউডের জনপ্রিয় দম্পতি অজয় দেবগন ও কাজল প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী-স্ত্রীর মধ্যে ঘটে যাওয়া একটি মজার ঘটনা শেয়ার করেছেন কাজল, যা নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
কপিল শর্মার শোতে হাজির হয়ে কাজল জানান, একটি ছবিতে অজয়ের চুম্বন দৃশ্য ছিল। ছবিটির সহ-প্রযোজক ছিলেন কাজল নিজেই। তবে অজয় আগে থেকে বিষয়টি তাকে জানাননি। শুটিং শেষে বাড়ি ফিরে সরাসরি ক্ষমা চান কাজলের কাছে।
কাজলের ভাষায়, অজয় অনুমতি নেওয়ার আগেই আমার কাছে ক্ষমা চেয়ে বলল- ‘আমি করে ফেলেছি, সত্যিই দুঃখিত।’ শুনে আমি তো হিংসায় জ্বলতে লাগলাম।
রসিকতার ছলে কাজল বলেন, চুম্বন দৃশ্য দেখার পর আমি বন্দুক বের করে ফেলি। তিনি জানান, সাধারণত তিনি খুব সহজেই রেগে যান এবং কোনো ব্যাপারে উত্তেজিত হতে দেরি করেন না। তবে এসব ক্ষণিকের রাগ সত্ত্বেও তাদের দাম্পত্য জীবন আজও দৃঢ়। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়ে হয় অজয়-কাজলের। ২৫ বছর পার করেও তারা এখনও বলিউডের অন্যতম সুখী দম্পতি।
সাক্ষাৎকারে কাজল বলেন, আমরা একে অপরের থেকে অনেকটাই আলাদা। সেই হিসেবে অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু টিকে থাকার জন্য ভুলে যাওয়ার ক্ষমতা থাকতে হয়, আর মাঝে মাঝে কানে কম শোনার ভান করতে হয়।