×

আইন-বিচার

নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১২:২২ পিএম

নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ছবি : সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে কেবল সাময়িক সমাধান দিতে চায় না। নির্বাচনকালীন সরকার নিয়ে এমন কার্যকর সমাধান করতে চায়, যা আর বারবার বিঘ্নিত না হয় এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুদূরপ্রসারী প্রভাব ফেলে।

বুধবার (২৭ আগস্ট) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হয়, তবে এটি কখন থেকে কার্যকর হবে।

সকাল ৯টা ৩৫ মিনিট থেকে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। এ সময় রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি হয়।

আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। গত ১১ ফেব্রুয়ারি একই আবেদনের শুনানি মুলতবি করেছিলেন আপিল বিভাগ।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করা হয়। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকারকে বৈধ ঘোষণা করে।

আরো পড়ুন : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল: রায়ের রিভিউ শুনানি আজ

তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেন। এর ধারাবাহিকতায় ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী আইন, যা দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রায় পুনর্বিবেচনার আবেদন করেন। অন্যরা হলেন, তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভুঁইয়া ও জাহরা রহমান।

এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং নওগাঁর রানীনগরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও পৃথকভাবে আবেদন করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ধর্মকে মুক্ত রেখে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ধর্মকে মুক্ত রেখে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন

ভারতীয় পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক চালু, কী প্রভাব পড়বে?

ভারতীয় পণ্যে ট্রাম্পের বাড়তি শুল্ক চালু, কী প্রভাব পড়বে?

ইন্টারকানেকশনের ৬৯০ কোটি টাকা কোন খাতে ব্যবহার করছে রবি ও বাংলালিংক?

ইন্টারকানেকশনের ৬৯০ কোটি টাকা কোন খাতে ব্যবহার করছে রবি ও বাংলালিংক?

রায় নিয়ে আপিল শুনানির অনুমতি সর্বোচ্চ আদালতের

তত্ত্বাবধায়ক সরকার রায় নিয়ে আপিল শুনানির অনুমতি সর্বোচ্চ আদালতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App