বাংলাদেশসহ ৯ দেশের ভিসা নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশসহ নয়টি দেশের ওপর পর্যটন ও কর্ম ভিসার অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২৬ সালের জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
শুধু পর্যটন ও কর্ম ভিসাই নয়, ব্যবসায়িক উদ্দেশে প্রবেশ করতে ইচ্ছুক নাগরিকেরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।
দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব দেশ এ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে সেগুলো হলো—আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।
আরো পড়ুন : ইসরায়েলকে ৬৪০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে এ সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে ধরা হয়েছে। তবে বিস্তারিত ব্যাখ্যা প্রকাশ করেনি দেশটি।
বর্তমানে তালিকাভুক্ত দেশগুলোর কিছু নাগরিক এখনও পর্যটন ও কর্মক্ষেত্রের ভিসার জন্য আবেদন করতে পারছেন। তবে ২০২৬ সালের জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হলে তাদের জন্য আর কোনো আবেদন করার সুযোগ থাকবে না। এই নির্দেশনা পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।