×

ক্যাম্পাস

ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা, যানচলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম

ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষকরা, যানচলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এতে শাহবাগ ও এর আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে রওনা হওয়ার পর শাহবাগ মোড়ে ব্যারিকেডের মুখে পড়ে শিক্ষকরা। তবে কিছু সময় পর তারা ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে প্রবেশ করেন এবং সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে, দুপুর ১টা ৪০ মিনিটে জাতীয় শহীদ মিনার থেকে শিক্ষকরা মিছিল শুরু করেন। তাদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি-দাওয়া লেখা প্ল্যাকার্ড।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন।

আরো পড়ুন : এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধ আজ

এর আগে গত রোববার (১২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকে শিক্ষকরা সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন।

বুধবার দুপুরে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বাড়িভাতা ২০ শতাংশের এক শতাংশও কম হবে না। চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকায়ও চলবে না। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। দাবি পূরণ না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত এই আন্দোলন আরো জোরদার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রিট: ইউরোপীয় সভ্যতার জন্মভূমি || সময়, সাগর ও মানুষের গল্প

ক্রিট: ইউরোপীয় সভ্যতার জন্মভূমি || সময়, সাগর ও মানুষের গল্প

জুলাই সনদ, নাগরিক সচেতনতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ

জুলাই সনদ, নাগরিক সচেতনতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ

সমুদ্রের রাজনীতি নয়, কূটনীতিই হোক বাংলাদেশের শক্তি

সমুদ্রের রাজনীতি নয়, কূটনীতিই হোক বাংলাদেশের শক্তি

তোপের মুখে উপদেষ্টারা

তোপের মুখে উপদেষ্টারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App