হাসপাতালে ভর্তি হানিয়া আমির!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পিএম

ছবি : সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হিউস্টনে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাটি জানাজানি হতেই দেশি-বিদেশি ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল থেকে তোলা হানিয়ার কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে অসুস্থ অবস্থায় দেখা যাচ্ছে। তবে তার অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ভক্তরা সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ ও প্রার্থনামূলক পোস্টের মাধ্যমে হানিয়ার দ্রুত সুস্থতা কামনা করছেন। ইতোমধ্যে পাকিস্তান ও আন্তর্জাতিক মহলে তার নাম ট্রেন্ডিংয়ে উঠে এসেছে।
আরো পড়ুন : আমি রাজনীতি বা দেশ বুঝি না: চঞ্চল চৌধুরী
তবে এখন পর্যন্ত হানিয়া আমির বা তার ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
ইনস্টাগ্রামে ১৯ মিলিয়নেরও বেশি অনুসারী নিয়ে হানিয়া বর্তমানে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন। অভিনয়ের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়ভাবে নিজের ব্যক্তিগত জীবন, ফটোশুট ও ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে থাকেন।
সম্প্রতি হানিয়া ভারতীয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি চলচ্চিত্র ‘সরদার জি ৩’-এ অভিনয় করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও নজর কাড়েন।