×

ফুটবল

নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৩ পিএম

নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

আবারও ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ৬-০ ব্যবধানে জয়ের দিনে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করানোর রেকর্ডটি নিজের করে নিলেন এই তারকা।

ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি জানান, গতকাল আমি ওর কাছে জানতে চেয়েছিলাম, খেলতে প্রস্তুত কি না। মেসি বলেছিল- হ্যাঁ। এটা সব সময়ই আমাদের জন্য আনন্দের বিষয়।

ভেনেজুয়েলার বিপক্ষে আগের ম্যাচে বিশ্রামে ছিলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে ২৭ দিনে সাতটি ম্যাচ খেলার পর আর্জেন্টিনা দল তাকে বিশ্রাম দিয়েছিল। কিন্তু আজকের ম্যাচে তিনি মাঠে নামার সিদ্ধান্ত নেন, আর মাঠে নামলে যেমনটা প্রায়ই হয়, নৈপুণ্য দেখিয়ে রেকর্ড গড়ে ফেলেন।

ম্যাচের ২২ মিনিটে গঞ্জালো মন্তিয়েলকে দিয়ে গোল করান মেসি। এটি আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ৫৯তম অ্যাসিস্ট। এই গোলের মাধ্যমেই নেইমারের পাশে বসেন তিনি। পরে ৮৪ মিনিটে লাওতারো মার্তিনেজকে দিয়ে আরো একটি গোল করিয়ে নেইমারকে পেছনে ফেলেন। ৬০টি অ্যাসিস্ট নিয়ে এখন আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করানোর রেকর্ডটি এককভাবে মেসির দখলে।

আরো পড়ুন : মেসি-আলবার জাদুতে ইন্টার মিয়ামির বড় জয়

মেসি ও নেইমারের পর এই তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফরোয়ার্ড ল্যান্ডন ডনোভান (৫৮ অ্যাসিস্ট), হাঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস এবং বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা (দু’জনই ৫৩ অ্যাসিস্ট)। এছাড়া ৫০ অ্যাসিস্ট করেছেন হাঙ্গেরির স্যান্দর ককসিস ও ৪৭ অ্যাসিস্ট করেছেন কিংবদন্তি পেলে।

আর্জেন্টিনার হয়ে গোল করানোয়ও মেসি অনেকটা একচ্ছত্র। তার অ্যাসিস্ট সংখ্যা ৬০, যেখানে দ্বিতীয় স্থানে থাকা আনহেল দি মারিয়ার অ্যাসিস্ট ২৮। তৃতীয় স্থানে আছেন ডিয়েগো ম্যারাডোনা (২৬), চতুর্থ আরিয়ে ওর্তেগা (২১) এবং পঞ্চম হুয়ান রোমান রিকেলমে (১৭)।

মেসির পাস থেকে সবচেয়ে বেশি গোল করেছেন গঞ্জালো হিগুয়েইন ও সের্হিও আগুয়েরো। দু’জনেই ৯টি করে। আর লাওতারো মার্তিনেজ পেয়েছেন ৮ গোলের সুযোগ তার পাস থেকে।

ভেনেজুয়েলা মেসির অ্যাসিস্টের সবচেয়ে বড় শিকার। তাদের বিপক্ষে করিয়েছেন ৬ গোল, প্যারাগুয়ের বিপক্ষে ৫টি এবং বলিভিয়ার বিপক্ষে ৪টি।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসির মোট অ্যাসিস্ট এখন ৩৯৮। অর্থাৎ আর দুটি অ্যাসিস্ট করলেই ছুঁয়ে ফেলবেন ফেরেঙ্ক পুসকাসকে, যার অ্যাসিস্ট সংখ্যা ৪০০। ৩৮ বছর বয়সী মেসির পক্ষে সেই রেকর্ড ভাঙা এখন সময়ের অপেক্ষা মাত্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রিট: ইউরোপীয় সভ্যতার জন্মভূমি || সময়, সাগর ও মানুষের গল্প

ক্রিট: ইউরোপীয় সভ্যতার জন্মভূমি || সময়, সাগর ও মানুষের গল্প

জুলাই সনদ, নাগরিক সচেতনতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ

জুলাই সনদ, নাগরিক সচেতনতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ

সমুদ্রের রাজনীতি নয়, কূটনীতিই হোক বাংলাদেশের শক্তি

সমুদ্রের রাজনীতি নয়, কূটনীতিই হোক বাংলাদেশের শক্তি

তোপের মুখে উপদেষ্টারা

তোপের মুখে উপদেষ্টারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App