×

ক্যাম্পাস

জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার নেপথ্যে যে কারণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৫৩ এএম

জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার নেপথ্যে যে কারণ

জোবায়েদ হোসাইন। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের হত্যাকাণ্ডে উঠে এসেছে প্রেমঘটিত চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন, তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেমঘটিত জটিলতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। তবে খুনের পরিকল্পনা বা বাস্তবায়ন সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেছেন।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে পুরান ঢাকার আরমানিটোলার ১৫, নুরবক্স লেনের তৃতীয় তলার একটি বাসায় খুন হন জোবায়েদ। তিনি গত এক বছর ধরে ঐ বাসায় বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন।

সোমবার (২০ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বর্ষা ও মাহিরের ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। ছোটবেলা থেকেই তারা পাশাপাশি বাড়িতে বেড়ে উঠেছিলেন। সম্প্রতি তাদের সম্পর্কে ফাটল ধরলে বর্ষা মাহিরকে জানান, তিনি জোবায়েদকে পছন্দ করেন, যদিও সরাসরি তা জোবায়েদকে বলেননি।

আরো পড়ুন : জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

এতে রাগে ও ক্ষোভে মাহির তার বন্ধুকে নিয়ে পরিকল্পিতভাবে জোবায়েদকে হত্যা করেন বলে জানান ওসি।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে সিঁড়ি জুড়ে রক্তের দাগ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের সময় বর্ষার মুখে কোনো অনুশোচনা বা নার্ভাসনেস দেখা যায়নি। তিনি পুরো সময় শান্ত ও স্থির ছিলেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, তদন্ত চলছে। ঘটনার পেছনের সব দিক আমরা খতিয়ে দেখছি। মাহির রহমান ও তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খুনের ঘটনার পর বিক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা বংশাল থানার সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং তাঁতিবাজার মোড় অবরোধ করে রাখেন। পরে রাত ১১টার দিকে পুলিশ বর্ষাকে হেফাজতে নেয়। রাত ১০টা ৫০ মিনিটে জোবায়েদের মরদেহ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার ১৪ ঘণ্টা পরও মামলা হয়নি বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

নিহত জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধেঁয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

ধেঁয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

এআই অপপ্রচার ও ড্রোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা!

এআই অপপ্রচার ও ড্রোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা!

শিক্ষক আন্দোলনে বিএনপির একাত্মতা, শহীদ মিনারে যোগ দিচ্ছেন নেতারা

শিক্ষক আন্দোলনে বিএনপির একাত্মতা, শহীদ মিনারে যোগ দিচ্ছেন নেতারা

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যায় জুলাই ফোর্সের প্রতিবাদ

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যায় জুলাই ফোর্সের প্রতিবাদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App