×

আইন-বিচার

হাইকোর্টে নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম

হাইকোর্টে নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ সময় আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, দেশের সব মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচন স্থগিত চেয়ে রিট করার এখন উপযোগী সময় নয়। এ ধরনের রিট এ সময়ে গ্রহণযোগ্য নয়।

সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রিয়াজ উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্যসহ রিট খারিজের আদেশ দেন।

রিটকারী আইনজীবী ইয়ারুল ইসলাম আদালতে জানান, আদালতের মনোভাব বুঝতে পেরে তিনি বৃহত্তর জাতীয় স্বার্থে রিট আবেদনটি নট প্রেস (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) হিসেবে প্রত্যাহার করে নিয়েছেন এবং এ মামলাটি আর পরিচালনা করবেন না।

আরো পড়ুন : শেখ হাসিনা সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৭ জন ট্রাইব্যুনালে

এর আগে গত ৩ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিটটি দায়ের করা হয়। রিটে নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়। রুল চেয়ে বলা হয়, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখতে হবে।

নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম রিটটি দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। রিট আবেদনে আরো বলা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও বাস্তবে নির্বাহী বিভাগকে দায়িত্ব দেওয়া হয়, যা সংবিধানবিরোধী এবং বিতর্ক সৃষ্টি করে।

রিটে যুক্ত করা হয়, নির্বাহী বিভাগ সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের মনোভাব অনুযায়ী নির্বাচন পরিচালনা করে থাকে। এতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। আইনজীবীর দাবি, নির্বাহী বিভাগ বর্তমানে আস্থা ও গ্রহণযোগ্যতা হারিয়েছে, তাই কমিশনের নিজস্ব জনবল থেকে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিতে হবে।

আইনজীবী ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে ডিসিদের সঙ্গে বৈঠক করে নির্বাচনী দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছে। আবারও তাদের দায়িত্ব দিলে আরেকটি প্রভাবিত নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন-প্রক্রিয়ায় যুক্ত করা এবং নির্বাচন কমিশনের সচিবকে অপসারণ করলেই নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা সম্ভব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

হাইকোর্টে নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

হাইকোর্টে নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত প্রবাস ফেরত যুবক

আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত প্রবাস ফেরত যুবক

ধর্ম নয়, উন্নয়ন পরিকল্পনাই জনগণের সামনে রাখতে চায় বিএনপি

ধর্ম নয়, উন্নয়ন পরিকল্পনাই জনগণের সামনে রাখতে চায় বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App