আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত প্রবাস ফেরত যুবক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পিএম
ছবি : সংগৃহীত
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল নিলক্ষা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া (২৫) নামে কুয়েত প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দড়িগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের কয়েকজন গুলিবিদ্ধ।
নিহত মামুন মিয়া স্থানীয় আব্দুল আউয়ালের ছেলে। মাত্র ১৫ দিন আগে তিনি কুয়েত থেকে দেশে ফেরেন।
স্থানীয়রা জানান, নিলক্ষা এলাকায় দীর্ঘদিন ধরেই প্রয়াত শহিদ মেম্বার গ্রুপ ও ফেলু মিয়া গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে স্থানীয় বাজার এলাকায় ফেলু মিয়ার মেয়ের জামাতার সঙ্গে মামুনের কথা কাটাকাটি হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া–পালটা ধাওয়া ও গোলাগুলি শুরু হলে মামুনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন।
আরো পড়ুন : রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতিকে গলা কেটে হত্যা
আহত মামুনকে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতদের মধ্যে মামুনের বাবা আউয়াল মিয়া (৫৫) ও পরশ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, একজন নিহত হওয়ার তথ্য পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
