×

রাজধানী

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫

প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত চাকরি-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির তাগিদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৩:০১ এএম

প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত চাকরি-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির তাগিদ

প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত চাকরি-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির তাগিদ

সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলিত ও পিছিয়ে পরা জনগোষ্ঠী কাতারে না রেখে তাদের উপযুক্ত চাকরি  ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির তাগিদ দিয়েছেন বক্তারা। গতকাল শুক্রবার বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর মিরপুরে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শুধু সহমর্মিতা নয়, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। তাদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। তারা দেশের উন্নয়নে সহায়ক হবে। 

সভায় বিআরটিএ-এর সহকারী পরিচালক (প্রশাসন) মো. ছিদ্দিকুর রহমান বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের বিআরটিএ-এর পক্ষ থেকে বাসে আসন ব্যবস্থা করা হয়েছে।  মন্ত্রণালয়ে রুটিন মাফিক একটি সমন্বয় সভা হয় সেখানে এ বিষয়ে জবাবদিহিতা রয়েছে। এছাড়া গাড়ি পার্কিং ও প্রতিবন্ধীদের চলাফেরার বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের করুণা নয়, তারা আমাদের সম্পদ। তাদের মূল্যায়ন না করলে আমরা পিছেয়ে পরবো। এ সময় তিনি সড়কে যানবাহনে চলছে ও থামছে এই বিষয়টি  দৃষ্টি প্রতিবন্ধী সহজে বোঝার জন্য বার্ডোর প্রস্তাবিত মিউজিক চালুর বিষয়টি মন্ত্রণালয়কে অবগত করবেন বলেও জানান।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক  সমীর মল্লিক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তাদের যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। যা দেশের উন্নয়নের সহায়ক ভূমিকা রাখবে। 

সভায়  বিশেষ অতিথি আজিজুর রহমান (সদস্য ভ্যাট পলিসি, জাতীয় রাজস্ব বোর্ড) বলেন, আন্তর্জাতিক সাদাছড়ি নিরাপত্তা দিবস মার্কিন যুক্তরাষ্ট্রে একটি জাতীয় দিবস। ১৯৬৪ সাল থেকে প্রতি বছরের ১৫ অক্টোবর দিবসটি পালিত হয়। অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্ধত্ব এবং স্বাধীনতার হাতিয়ারের প্রতীক, সাদা বেতের লোকদের কৃতিত্ব উদযাপনের জন্য তারিখটি আলাদা করা হয়েছে।

তিনি বলেন, ২১ বছর আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। দৃষ্টি প্রতিবন্ধীদের এই স্কুলটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিশেষভাবে প্রচারণা প্রয়োজন। সাদাছড়ির উন্নয়ন ও আধুনিকায়নে আমাদের কাজ করতে হবে। 

তিনি বলেন, বার্ডো’র বেইল প্রেসসহ যে কোনো ধরণের মেশিনারি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড তাদের সহযোগিতা করবে। প্রতিবছর বাজেটে এসব সেবামূলক প্রতিষ্ঠানের যে কোনো কাজের জন্য সরকারের কর মুক্ত রাখা চেষ্টা করবে।  

সভায় স্বাগত বক্তব্য রাখেন বার্ডোর নির্বাহী পরিচালক একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাগরিক মো. সাইদুল হক। তিনি উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বার্ডোর কাজ তুলে ধরে বলেন, বার্ডো অত্যাধুনিক ব্রেইল প্রেস স্থাপন করেছে এবং মোট ৬টি ব্রেইল প্রিন্টার আছে। আবাসিক বিদ্যালয়ে ৬০  জন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র আছে। এছাড়া বার্ডো মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা রয়েছে।

তিনি বলেন, প্রতিবন্ধদের জন্য বার্ডোর সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ট্রাফিক চলাচলে মিউজিক ব্যবহারের তাগিদ দেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বার্ডো’র কোষাধ্যক্ষ হোসনে আর বেগম। সভাপতিত্ব করেন বার্ডো’র সভাপতি এ্যাড. মো. মোশারফ হোসেন মজুমদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনায় নতুন আধুনিক কারাগারের কার্যক্রম শুরু হবে ১ নভেম্বর

খুলনায় নতুন আধুনিক কারাগারের কার্যক্রম শুরু হবে ১ নভেম্বর

সাভারে স্টার টেকের নতুন শাখা উদ্বোধন

সাভারে স্টার টেকের নতুন শাখা উদ্বোধন

বসুন্ধরার এমডি ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে লিগ্যাল নোটিশ

বসুন্ধরার এমডি ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদককে লিগ্যাল নোটিশ

সজল স্মরণে আজিজের সপ্তম একক ম্যারাথন

সজল স্মরণে আজিজের সপ্তম একক ম্যারাথন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App