×

চট্টগ্রাম

কক্সবাজারে সমুদ্রে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০১:৪৭ পিএম

কক্সবাজারে সমুদ্রে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

ছবি : সংগৃহীত

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কে এম সাদনান রহমান সাবাব (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দুই শিক্ষার্থী। 

মঙ্গলবার (৮ জুলাই) হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তিনজনই ভেসে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আক্রান্ত তিনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

মারা যাওয়া শিক্ষার্থী সাবাব ঢাকার মিরপুর এলাকার কে এম আনিসুর রহমানের ছেলে। এখনো যে দুজন নিখোঁজ রয়েছেন তারা হলেন, বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২), একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

আরো পড়ুন : ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

চবির সহকারী প্রক্টর ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, গতকাল রাতে প্রথম বর্ষের চার শিক্ষার্থী কক্সবাজারে ঘুরতে যায়। তারা নিজ উদ্যোগে সেখানে গিয়েছেন। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। বাকি দু’জন নিখোঁজ। আমরা সেখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের পরিবারকে জানানো হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিভাগের সিনিয়র কয়েকজন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু বলেন, চার বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে ঘুরতে আসেন। তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যান। একজনের মরদেহ পাওয়া গেলেও এখনো দুইজন নিখোঁজ আছেন। ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফ গার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫০% ছাড়ে বারবারিয়া হেয়ার ড্রেসার কোর্স এখন লুক ইন্সটিটিউটে

৫০% ছাড়ে বারবারিয়া হেয়ার ড্রেসার কোর্স এখন লুক ইন্সটিটিউটে

ফেনীতে তালিকাভুক্ত রাজাকারকে ‘শহীদ’ আখ্যা, বিজয়ের মাসে বিতর্কের ঝড়

ফেনীতে তালিকাভুক্ত রাজাকারকে ‘শহীদ’ আখ্যা, বিজয়ের মাসে বিতর্কের ঝড়

হত্যার পর গোসল করে স্কুলড্রেস পরে বেরিয়ে যায় গৃহকর্মী

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা হত্যার পর গোসল করে স্কুলড্রেস পরে বেরিয়ে যায় গৃহকর্মী

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App