হাটহাজারীতে সংঘর্ষ, থানার ওসি প্রত্যাহার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ এএম

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুকে আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের পর হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার পরিবর্তে থানার দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মেদকে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ।
এর আগে সংঘর্ষে ওসির নীরব ভূমিকার অভিযোগ তুলে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছিল দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদরাসা কর্তৃপক্ষ। রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয় এবং রাতে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে।
আরো পড়ুন : হাটহাজারীতে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে হাটহাজারী মাদরাসার সামনে আপত্তিকর অঙ্গভঙ্গির ছবি ফেসবুকে পোস্ট করেন আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক। এ ঘটনায় কওমি মহলে তীব্র উত্তেজনা দেখা দেয়। পরে ফটিকছড়ি থানা পুলিশ পৌর এলাকা থেকে তাকে আটক করে। আটক আরিয়ান ভিডিও বার্তায় ক্ষমা চান।
তবে বিকেল থেকে বিক্ষোভে নামে মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয়রা। পৌরসভার গোল চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের সময় তাদের সঙ্গে সুন্নি মতাদর্শীদের সংঘর্ষ বাধে। এতে শতাধিক লোক আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার রাতেই হাটহাজারীতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। উপজেলার নির্দিষ্ট কয়েকটি এলাকায় শনিবার রাত ১০টা থেকে রোববার বিকেল ৩টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকে।
রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাটহাজারী মাদরাসা ও সুন্নি মতাদর্শীদের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে হতাহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত ভবনের ক্ষতিপূরণের আশ্বাস দেয় উপজেলা প্রশাসন।